১৫ জুনকে ২০২৫ সালের শোক দিবস ঘোষণার দাবি চাকরিজীবী সমাজের

৪৮ পঠিত ... ১৬:১৭, জুন ১৫, ২০২৫

ঈদের টানা ১০ দিনের ছুটির পর আজ রবিবার, ১৫ জুন ২০২৫ থেকে দেশের সকল অফিস-আদালত খুলেছে। তবে সাধারণ কর্মজীবী মানুষের কাছে এই দিনটি যেন ঈদের পরবর্তী বিষাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি দাবি, ১৫ জুনকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণা করা হোক চাকরিজীবীদের জন্য।

সকালে ঘুম থেকে উঠতেই ফেসবুক, এক্স (সাবেক টুইটার) আর ইনস্টাগ্রামে ভেসে উঠেছে হাজারো স্ট্যাটাস, ফিরে এল সেই অভিশপ্ত সকাল, ঘুম ভাঙতেই বুকের ভেতর কষ্ট, মনটা ভারী হয়ে আছে, আজ অফিস মানেই সারা শরীরে জ্বর। অনেকে অফিস যাওয়ার পথে রিকশায় বসে স্টোরি দিয়েছেন— চোখে পানি, তবু যেতে হবে, শরীর অফিসে, মন ছুটিতে ইত্যাদি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, আমি আজ টাই পরে অফিসে গেছি, কারণ মনে হয়েছে অন্তত শোকের দিনটায় একটা সম্মানজনক পোশাক পরা উচিত।

বেসরকারি একটি ব্যাংকের সিনিয়র অফিসার বলেন, দশ দিন ফ্রিজে রাখা গরুর মাংস খেয়ে ঘুমিয়ে-ঘুমিয়ে যে আত্মা শান্তি পেয়েছিল, আজ সেটা আবার জেগে উঠে বলছে— দুঃখের সমুদ্রেই ফেরা হলো। আমরা চাই, অন্তত প্রতীকীভাবে ১৫ জুনকে চাকরিজীবীদের শোক দিবস ঘোষণা করা হোক।

ছুটির শেষপ্রহরে গতকাল রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় চায়ের দোকানে বিষণ্ণ আড্ডা জমে ওঠে— আলোচনার মূল বিষয়, কাল থেকে অফিস! কীভাবে যাবো? কেউ কেউ পাসপোর্ট রেডি করে রেখেছিলেন, যদি সৌদি আরব বা দুবাই পালিয়ে যাওয়া যায়।

এদিকে একদল চাকরিজীবী ফেসবুকে একটি পিটিশন চালু করেছেন, যেখানে দাবি করা হয়েছে— যেভাবে ঈদের দিনকে আনন্দ দিবস ধরা হয়, তেমনিভাবে ছুটি শেষে অফিসে ফেরা দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হোক। অন্তত এই দিনে একটা সরকারি গান বা কবিতা থাকুক, যেমন, ছুটি আমার হারিয়ে গেছে..

সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সব মিলিয়ে অফিসে ফেরা প্রথম দিনটি ২০২৫ সালের অন্যতম বিষণ্ণ দিন হিসেবে ইতিহাসে লেখা যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

৪৮ পঠিত ... ১৬:১৭, জুন ১৫, ২০২৫

Top