মঙ্গলগ্রহের নাম পাল্টে আনন্দ রাখতে মহাকাশে বিক্ষোভ; জ্যামে আটকে শ খানেক স্পেসশিপ

৮৮ পঠিত ... ১৬:৫৭, এপ্রিল ১২, ২০২৫

16

মহাকাশে এই প্রথমবারের মতো দেখা গেল একটি ‘নাম-সংক্রান্ত’ আন্দোলন। সম্প্রতি বাংলাদেশে বৈশাখী মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখার পর, একদল মহাকাশ-সচেতন নাগরিক মঙ্গলগ্রহের নামেও খুঁত ধরেছেন। তাদের দাবি, ‘মঙ্গল’ নামটা অনেক বেশি হিন্দুয়ানী। তাই তারা নতুন প্রস্তাব এনেছেন—গ্রহটির নাম হোক ‘আনন্দ’। 

বিক্ষোভ শুরু হয়েছে মঙ্গল ও পৃথিবীর মাঝামাঝি এক গোল চত্বরে। আশপাশের স্যাটেলাইট স্টেশনগুলোতে আগে থেকে কোনো নোটিশ না দিয়েই আচমকা জমায়েত হতে শুরু করেন এসব বিক্ষোভকারী। 

এই বিক্ষোভের কারণে পুরো কক্ষপথে ট্রাফিক স্থবির। সূত্র বলছে, প্রায় ১২৭টি স্পেসশিপ আটকে আছে লাল বাতিতে। ভেনাস ট্যুরিস্ট শাটলের ক্যাপ্টেন বলেন, আমার ফুয়েল ফুরিয়ে আসছে, সময়মতো ভেনাসে পৌঁছাতে পারব কিনা বুঝছি না। এখন যদি কাস্টমাররা রেটিং কমায়, আমি শেষ।

তবে মহাকাশ ট্রাফিক পুলিশ তাদের সীমাবদ্ধতাও তুলে ধরেছে। একজন ইন্টারগ্যালাকটিক কনস্টেবল বলেন, বিক্ষোভকারীদের আমরা বোঝাতে গিয়েছিলাম, তারা আমাদের গায়ে থুতু দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় বিশেষ কিছু করতে পারিনি।

এদিকে আন্দোলন মঙ্গলগ্রহের নাম পাল্টানোর পাশাপাশি মোড় নিচ্ছে অন্য দিকেও। বিক্ষোভকারীদের একাংশ এবার মঙ্গলবারের নাম বদলানোর দাবিও জানিয়েছে। 

নাসা জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক গ্রহ-নামকরণ সংস্থার সঙ্গে কথা বলবে। তবে ইএসএ (ইউরোপিয়ান স্পেস এজেন্সি)–র পক্ষ থেকে এক মুখপাত্র জানান, আনন্দ তো ভালো, কিন্তু মঙ্গলের নাম বদলাতে গেলে সব মিশন রিপোর্ট, পেপার আর ফাইল আপডেট করতে হবে—একদম গো মা সা। বাজেট নাই ভাই।

 

 

৮৮ পঠিত ... ১৬:৫৭, এপ্রিল ১২, ২০২৫

Top