ডাক্তার রোগীর দশটি 'হার্ট ব্রেকিং' জোক

২২৬১ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ১৪, ২০২২

Daktar-rogir-koutuk

১#

ডাক্তার: আপনি বলছেন আপনি সারারাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন।

রোগী: হ্যাঁ ।

ডাক্তার: কতদিন ধরে এটা চলছে?

রোগী: প্রায় এক বছর।

ডাক্তার: হুঁ, কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছা করে না? যেমন ধরুন, খাবারদাবার বা বেড়াতে যাওয়া?

রোগী: হ্যাঁ, ওসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আরকি।

 

২#

ডাক্তার: আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন?

রোগী: জ্বী।

ডাক্তার: আপনার ঠাণ্ডা লাগার ধাত কি গেছে?

রোগী: না, গেছে আমার মানিব্যাগ আর ঘড়ি।

 

৩#

ডাক্তার: আহমেদ সাহেব, আপনার জন্য দুটি খবর আছে। একটা ভালো, একটা খারাপ। কোনটা আগে শুনতে চান?

রোগী: খারাপটা আগে শুনান।

ডাক্তার: খারাপ খবরটা হলো আপনার দুটো পা-ই কেটে বাদ দিতে হবে। আর ভালো খবরটা হলো পাশের বেডের ভদ্রলোক আপনার জুতো জোড়া কিনে নেবেন বলেছেন।

 

৪#

এক রোগী ডাক্তার সাহেবের কাছে এসেছেন তার পাওনা মেটাতে। ডাক্তার সাহেব তার পাওনা বুঝে নিয়ে আনন্দের সাথে অন্যান্য রোগীদের শুনিয়ে বললেন, কি, আমি ঠিক বলি নি? আপনি দুই মাসের মধ্যে হাঁটতে পারবেন?

রোগী: হ্যা, তা বলেছিলেন। আমি হেঁটেই আপনার এখানে এসেছি। কারণ আপনার ফিস মেটাতে গতকাল আমার গাড়িটা বিক্রি করতে হয়েছে।

 

৫#

: আপনার চিকিৎসায় বিশেষ উপকৃত হয়েছি, ডাক্তার সাহেব।

: কিন্তু আমি তো আপনার চিকিৎসা করিনি।

: আপনি আমার চাচার চিকিৎসা করেছিলেন, আর আমি তার উত্তরাধিকারী।

 

৬#

ডাক্তার: প্রতিদিন খাওয়ার পর চার চামচ করে খাবেন।

রোগী: আমাদের বাড়িতে চামচ তো মাত্র তিনটা।

 

৭#

ডাক্তার: অপারেশনের সময় সার্জন ভুলে পেটের ভিতর স্পঞ্জ রেখে দিয়েছিলেন বললেন এখন আপনার কী অসুবিধা হয়?

রোগী: ঘন ঘন পিপাসা পায়।

 

৮#

রোগী: ডাক্তার সাহেব, আপনাকে দেখানোর পর তো বেশ ভালোই আছি। অসুবিধা শুধু একটাই, ঘাম ঝরছে না।

ডাক্তার: চিন্তা করবেন না। আমার বকেয়া বিলটা পেলেই সর্বাঙ্গে ঘাম ঝরবে।

 

৯#

ডাক্তার: রোগটা ঠিক নির্ণয় করতে অসুবিধা হচ্ছে। নেশাটেশার জন্যই এরকম মনে হচ্ছে।

রোগী: ঠিক আছে ডাক্তার সাহেব। যখন ভালো থাকবেন, তখন না হয় আসবো।

 

১০#

ডাক্তারের চেম্বারে ছুটে এলেন এক মানসিক রোগী।

: ডাক্তার সাহেব, সর্বনাশ হয়ে গেছে! কাল স্বপ্নের মধ্যে একটা ঘোড়া গিলে ফেলেছিলাম, সেটা এখন বেরিয়ে আসতে চেষ্টা করছে। আপনি আমায় বাঁচান।

ডাক্তার ইনজেকশন দিয়ে রোগীকে ঘুম পাড়িয়ে দিলেন। তারপর পাশের আস্তাবল থেকে একটা সাদা ঘোড়া এনে ঘরের সামনে বেঁধে রাখলেন।

রোগীর ঘুম ভাঙার পর ডাক্তার বললেন, আর কোনো কষ্ট হবে না আপনার। ওই দেখেন অপারেশন করে পেট থেকে ঘোড়া বের করে ফেলেছি।

রোগী হতাশ হয়ে বললেন, আমি তো একটা কালো ঘোড়া গিলেছিলাম।

২২৬১ পঠিত ... ১৭:০০, সেপ্টেম্বর ১৪, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top