ভলাদিমির জেলেনিস্কি: স্ট্যান্ডআপ কমেডিয়ান থেকে যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট

৪০৩ পঠিত ... ১৮:০২, মার্চ ০৬, ২০২২

Jeleniski

বিশ্বের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অসম যুদ্ধে নেমেছে প্রাক্তন সোভিয়েত রিপাবলিক ইউক্রেন। ধারণা করা হয়েছিল ইউক্রেনের পতন হবে খুব দ্রুত। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করে লড়ে যাচ্ছে ইউক্রেন। আর এই অসম লড়াইয়ের একটি নাম বারবার আলোচিত হচ্ছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কিভাবে দেশটির প্রেসিডেন্ট হলেন সে এক বিস্ময় জাগানিয়া ঘটনা, যেন শেক্সপিয়ার এর নাটকের মত।

 

দক্ষিণ ইউক্রেনের রুশ ভাষী শিল্পনগরী ক্রিভি রিহতে ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি  এক ইহুদি পরিবারে জন্ম নেন জেলেনস্কি। বাল্যকালে তার বাবার কাজের সুবাদে মঙ্গোলিয়ায় ছিলেন তিনি কিছুদিন। ১৯৯৫ সালে তিনি ক্রিভি রিহ ইকোনমিক ইন্সটিটিউটে ভর্তি হন, যেটি ছিল কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটির একটি শাখা। তার পাঁচ বছর পরে তিনি আইন বিষয়ে গ্র‍্যাজুয়েশন শেষ করেন। কিন্তু তিনি কখনোই আইন চর্চা করেননি। ১৯৯৭ সাল থেকেই কমেডিতে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। তিনি কেভারটাল  ৯৫ নামের এক প্রোডাকশন হাউস তৈরি করেন। এই হাউসে কার্টুন, সিনেমা এবং টিভি শো তৈরি করা হতো। এই প্রোডাকশনের সার্ভেন্ট অফ দ্য পিপল নামের এক শো জেলেন্সকির জীবনের মোড় পালটিয়ে দেয়। ২০০৯ সালে জেলেন্সকি  No love in the city সিনেমায় অভিনয় করেন। পরের বছর সিনেমাটির সিক্যুয়াল Love in the big city 2 বের হয়। ব্রিটিশ লেখক মাইকেল বন্ডের বিখ্যাত শিশুতোষ চরিত্র প্যাডিংটিন বিয়ারের ইউক্রেন ভার্সনে ডাবিংও করেন তিনি। ২০১০-১২ পর্যন্ত তিনি ইউক্রেনিয়ান টিভি চ্যানেল ইন্টারের প্রযোজকও ছিলেন। ২০১৪ সালের আগস্টে ইউক্রেনে রাশিয়ান শিল্পীদের প্রবেশ বন্ধ করতে ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয়কে আহ্বান জানান জেলেন্সকি। ২০১৫ থেকে ইউক্রেনে রাশিয়ান শিল্পী ও রাশিয়ান সাংস্কৃতিক উপাদান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মজার ব্যাপার হল, ২০১৮ সালে জেলেন্সকির রোমান্টিক কমেডি সিনেমা Love in the big city 2 ইউক্রেনে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 

সার্ভেন্ট অফ দ্য পিপল

 

জেলেন্সকির জীবনে এই একটি শো তাকে শেষ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট বানিয়ে ছেড়েছে। এই পলিটিকাল স্যাটায়ার সিরিজটিতে হোলোভোরদকো চরিত্রে অভিনয় করেছে ভলাদিমির জেলেন্সকি। যিনি হাইস্কুলের একজন ইতিহাস শিক্ষক। সরকারের দুর্নীতির বিরুদ্ধে একবার উচ্চস্বরে সমালোচনা করার সময় এক ছাত্র তার ভিডিও করে এবং ইউটিউবে ছেড়ে দেয়। মুহুর্তে ভাইরাল হয়ে যান তিনি। তার ছাত্ররা চাঁদা তুলে হোলোভোরদকোকে তার ইচ্ছার বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করায় এবং অবশেষে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সিরিজটি তিনটি সিজনে বিভক্ত। আয়রনিকালি জেলেন্সকির তার প্রোডাকশন হাউস কেভারটাল ৯৫ এর কলিগদের নিয়ে সার্ভেন্ট অফ দ্য পিপল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং সবাইকে অবাক করে দিয়ে ৭০ শতাংশ ভোট পেয়ে বাস্তবিক অর্থেই ইউক্রেনের প্রেসিডেন্ট বনে যান।

 

জেলেন্সকির সিনেমা

 

জেলেন্সকি একজন সিনেমা অভিনেতা হিসেবেও ক্যারিয়ার গড়েছেন। তার সিনেমা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে No love in the city, 8 first dates, servant of the people 2, No love in the city 2. জেলেন্সকি সম্পর্কে জানলেন, চলুন তার সিনেমাগুলো সম্পর্কেও জেনে আসা যাক।

 

No love in the city (2009)

No Love in the City 2009

 

২০০৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মূল কাহিনী নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে। রাশিয়ান তিন বন্ধু নিউইয়র্কে গিয়ে আনন্দ উল্লাসে দিন কাটায় এবং মেয়েদের পেছনে ঘুরাঘুরি করতে থাকে। গল্পের এক পর্যায়ে সেইন্ট ভ্যালেন্টাইন নাইটক্লাবের মালিকের ছদ্মবেশে তিন বন্ধুকে এই বলে অভিশাপ দেয় যে তারা আর কখনোই নিজেদের পৌরুষত্ব ফিরে পাবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের সত্যিকারের ভালবাসার সন্ধান না পায়। সিনেমাটির সহ-রচয়িতা ছিলেন জেলেন্সকি। Igor চরিত্রেও তাকে এই সিনেমায় দেখা যায়। মুভিটির IMDB রেটিং৫.৮

 

No love in the city 2 (2010)

No Love in the City 2010

 

No love in city সিনেমার সিক্যুয়াল হিসেবে মুভিটি মুক্তি পায় ২০১০ সালে। তিন রাশিয়ান বন্ধু এবার নতুন এক শিক্ষা নেয়ার জন্য ঐ সেইন্টের কাছে যায়। তারা এবার এক আশ্রমে যায় যেখানে এক উর্বরতার দেবীর মূর্তি আছে। মানুষজন বিশ্বাস করে যে এই মূর্তিকে স্পর্শ করবে তার প্রথম মিলনে তার সন্তান হবে। সেখানে তারা আবার এক অভিশাপের মুখে পড়ে। সেখানকার সেইন্ট তাদের এমন এক অভিশাপ দেয় যে, প্রথম জন ছাড়া বাকিদের সন্তান হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরো ১০ বছর! গল্প এভাবে এগিয়ে যায়। ১ ঘণ্টা ২৯ মিনিটের এই মুভিটির IMDB রেটিং ৫.৬

 

Servant of the people 2 (2016)Servant of the People 2

 

Servant of the people সিরিজটির জনপ্রিয়তায় এর উপর একটি মুভি তৈরি করা হয়। সিরিজটির সিজন ১ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই সিনেমাটির গল্প শুরু হয়। মূলত প্রেসিডেন্ট হোলোভোরদকোর প্রেসিডেন্সির ঘটনা নিয়ে সাজানো হয়েছে মুভিটি। নয়া প্রেসিডেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রী চুইকোকে কারারুদ্ধ করেন। এরপর শুরু হয় আরেক চ্যালেঞ্জ।

ইউক্রনের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পররাষ্ট্র মন্ত্রী সার্গেই মুখিনের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে রাজস্ব প্যাকেজ নেয়ার চেষ্টা করেন নতুন প্রেসিডেন্ট। কিন্তু মুদ্রা তহবিল শর্ত জুড়ে দেয় যে এমন কিছু রাজস্ব সংস্কার করতে হবে যা রাষ্ট্রের ধনিক শ্রেণীর সাথে তার সরাসরি বিরোধের সম্ভাবনা তৈরি করে দেয়। প্রেসিডেন্ট এবার কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সাহায্য চান। মুভিটির IMDB রেটিং ৬.৪

 

 

8 first dates (2012)

8 First Dates

 

রাশিয়ান-ইউক্রেনিয়ান এই রোমান্টিক কমেডি মুভিতে প্রধান চরিত্র নিকিতার ভূমিকায় দেখা যায় ভলাদিমির জেলেন্সকিকে। ভেরা একজন টিভি স্টার। নিকিতা একজন পশু চিকিৎসক। একবার এক সন্ধ্যায় পার্টির পর ঘুম থেকে তারা দুজন নিজেদের একই বিছানায় আবিষ্কার করে। সামান্য ঘটনা হিসেবে এটিকে মেনে নিতে চাইলেও তাদের জীবনে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। একই ছাদের নিচে তারা বারবার একত্রিত হয়। কোন এক অদৃশ্য শক্তি তাদের একাকার করে ফেলে। রোমান্টিক এই মুভিটির IMDB রেটিং ৬.১

৪০৩ পঠিত ... ১৮:০২, মার্চ ০৬, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top