যে কারণে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েও ঢাবির প্রথম সমাবর্তন হয় ১৯২৩ সালে

৩৩৭৮ পঠিত ... ১৩:১৫, ডিসেম্বর ০৪, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়েছিল। বন্ধু নিলয় কমনসেন্স কাজে লাগালো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯২১ সালে। চার বছরের অনার্স কোর্স শেষে সমাবর্তন তাহলে কত সালে হয়। ১৯২৫। সহজ হিসাব।

বাসায় এসে দেখে তাঁর উত্তর ভুল। প্রথমেই সে যে অপশন বাদ দিয়েছিল সেটাই উত্তর! ১৯২৩ সালে। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? ১৯২১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কিভাবে ১৯২৩ সালে হয়? রহস্য কী?

১৯২১ সালের ১লা জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়।

তখন আজকের দিনের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়নি (তখন কোনো ভর্তি কোচিং সেন্টার ছিল না বলেই কি? হতে পারে!)। ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ) ডিগ্রি ক্লাসে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। তখন জগন্নাথ কলেজের ৩য় ও ৪র্থ বর্ষে ছাত্রসংখ্যা ছিল ৩০৩। জগন্নাথ কলেজের এসব ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হলে জগন্নাথ কলেজ ইন্টারমিডিয়েট কলেজে পরিণত হয়। কলেজের নতুন নাম হয় ‘জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ’। শুধু ছাত্র নয়, শিক্ষক এবং লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ দিয়েও ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সহযোগিতা করে।

প্রথম শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন। সকল ছাত্রকে কোন না কোন হলে আবাসিক বাস সংশ্লিষ্ট থাকতে হত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম তিন বছরের অনার্স চালু হয়, যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু ছিল দুই বছরের কোর্স হিসেবে।

আজকের দিনের মতো উচ্চ মাধ্যমিক পাশ করে আসা শিক্ষার্থীদেরকে নিয়ে অনার্সের ক্লাস শুরু হয়নি। ডিগ্রি ক্লাসে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে নিয়ে শুরু হয়েছিল বলেই ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি।

[তথ্য সহায়তা : স্যার ফিলিপ হার্টগ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, সৈয়দ আবুল মকসুদ; উইকিপিডিয়া, বাংলাপিডিয়া]

৩৩৭৮ পঠিত ... ১৩:১৫, ডিসেম্বর ০৪, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top