আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় আগে যেমন ছিল

১৬৪ পঠিত ... ১৬:২৫, জুন ০৭, ২০২৩

Dhaka-university

ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ডের এক পাশে। দোতলা ভবনে ক্লাস হতো। নিচে ছিল লাইব্রেরি আর এলাকার শেষ প্রান্তে দোতলা ভবনে ছিল বিভিন্ন বিভাগের অফিস।

ক্লাস শুরুর আগে শিক্ষকরা ছাত্রীদের কমনরুম থেকে ডেকে ক্লাসে নিয়ে যেতেন। ছাত্রীদের একমাত্র হল ছিল চামেলি হাউস (বর্তমান সিরডাপ ভবন)।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসনের প্রয়োজনে মিন্টো রোড ও বর্তমান বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পাশে ও নীলক্ষেতে একাধিক দোতলা ও একতলা ভবন ছিল। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আবাসিক ভবন ও হল নির্মিত হয়।

ভারতের সঙ্গে পাকিস্তানের প্রথম যুদ্ধের সময় পুরনো বিশ্ববিদ্যালয় ভবন থেকে কলাভবনে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ স্থানান্তরিত হয়। পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনের রাস্তার দুপাশে যে বিশাল রেনট্রি এক সময় এই অঞ্চলের শোভাবর্ধন করতো সেগুলো পরে একে একে কেটে ফেলা হয়। অনেক গাছ বয়সের ভারে ধ্বংস হয়ে যায়।

তথ্যসূত্র: স্মৃতির ঢাকা, কাজল ঘোষ সম্পাদিত 

১৬৪ পঠিত ... ১৬:২৫, জুন ০৭, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top