আমেরিকায় বিক্রি হচ্ছে ভারতে তৈরি 'গোবরের কেক'!

১৩৭৬ পঠিত ... ২০:১৪, নভেম্বর ২১, ২০১৯

আমাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্সের সাইটে গোবরের কেক বা ঘুঁটে বিক্রি করা নতুন খবর নয়। এবার 'কাউ ডাং কেক' নামে দেশ ছেড়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে ভারতীয় গোবর! আমেরিকার নিউ জার্সিতে এক শপিংমলে মাত্র ২১৪ রূপিতে বিক্রি হচ্ছে এই কেক।

সমর হালারনকার নামক এক ব্যাক্তির গোবরের কেকের প্যাকেটের একটি ছবি টুইটারে পোস্ট করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, 'আমার কাজিন এটি আমাকে দিয়েছে। নিউ জার্সির এডিসনের একটি মুদি দোকানে মাত্র ২.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। আমার প্রশ্ন হলো এটি ভারতীয় গরু নাকি আমেরিকান গরুর গোবর থেকে তৈরি?'

সমরের পোস্ট করা ছবিটিতে গোবরের কেকের প্যাকেটে লেখা, এতে ১০টি কেক আছে। যা আমাজন বা ফ্লিপকার্টের কিছু লিস্টের চেয়ে দামে কম!

প্যাকেটের গায়ে উল্লেখ ছিল এটি ভারতীয় পণ্য। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে যে গোবরের কেক ব্যবহারের প্রচলন ভারত থেকে শুরু তাই এটি ভারতীয় পণ্য? নাকি এই কেক দেশি গরুর গোবর থেকে তৈরি করে আমেরিকায় আমদানি হচ্ছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। হতে পারে এটি নিরাপদ বিপণন কৌশল। কেননা আমেরিকাতে বসবাসরত ভারতীয়রা ভাবতে পারেন দেশি গোবরে যেসব উপাদান আছে তা বিদেশি গোবরে নাও থাকতে পারে।

তবে ভোজনরসিকদের নিরাশ করবে এই কেক। কেননা প্যাকেটে লিখে দেওয়া হয়েছে এটি খাওয়ার জন্য নয়, বরং ধর্মীয় ব্যবহারের জন্য!

লেখা: হাসনাইন তোহা

১৩৭৬ পঠিত ... ২০:১৪, নভেম্বর ২১, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top