ভারতেও প্রমাণ মিললো গণতন্ত্রের

২৮৫ পঠিত ... ১৬:৪৭, মার্চ ২৩, ২০২৩

ভারতেও

সম্প্রতি গর্ত থেকে উঁকি দিয়েছে ভারতের গণতন্ত্র। মোদী উপাধি নিয়ে কটাক্ষের জের ধরে মামলা করা হয়েছিলো ভারতীয় রাজনীতিক রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই মামলাতেই সুরাতের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ২ বছরের জেল হয়েছে তার। এ ঘটনাটিকে ভারতের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করেছেন দেশের সরকারদলীয় লোকজন।

নাম না প্রকাশ করার শর্তে এমনই এক সরকারপন্থী নেতা ভিডিও কলে আমাদের বলেন, ‘আমরা আসলে আমাদের বন্ধুরাষ্ট্র উগান্ডার গণতন্ত্রের বিরাট ফ্যান। তাদের দেশের গণতন্ত্রের প্যাটার্ন ফলো করেই আমরা ধীরে ধীরে আমাদের দেশে নানান গণতান্ত্রিক চর্চা শুরু করেছি। এই যে দেখেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কিছু বললেই এখন মামলা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ধীরে ধীরে রাতের ভোট এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম কালচার চালু করার ব্যাপারেও আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।‘

অন্যদিকে ঘটনাটির সমালোচনা হওয়ায়, সমালোচকদের উদ্দেশ্যে আরেক নেতা বলেন ‘আসলে মানুষজন না বুঝেই সমালোচনা করছে, গণতন্ত্র আসলে এমনই। পশ্চিমা স্টাইলের বাকস্বাধীনতাওয়ালা গণতন্ত্র থাকলে আমাদের আকাশ ভরা তারা হয়ে যাবে। আমাদের দরকার উগান্ডান ডেমোক্রেসি। দেরিতে হলেও আমাদের দেশে উগান্ডান ডেমোক্রেসির চর্চা শুরু হচ্ছে ভেবে মনটা খুব ফুরফুরে লাগছে।

২৮৫ পঠিত ... ১৬:৪৭, মার্চ ২৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top