ভারতের লুধিয়ানায় পাওয়া যাচ্ছে মুখের আদলে প্রিন্ট করা মাস্ক

৩৫২ পঠিত ... ১৫:২৭, জুন ০১, ২০২০

এই কদিন আগেও আমরা মাস্ক ব্যবহার করতাম, যেন ধুলাবালি নাকে না ঢোকে। গুটিকয়েক মানুষই সেটা ব্যবহার করতো। এরপর পৃথিবীতে করোনা এলো, মাস্ক হয়ে গেলো নিত্যদিনের সঙ্গী। খালি গায়ে বাইরে গেলে বোধহয় কেউ খেয়াল করবে না, কিন্তু মাস্ক ছাড়া বের হলে খবর আছে!

মাস্ক ছাড়া মুখ এখন আর কল্পনাই করা যায় না। ইতোমধ্যেই আমরা মাস্কে দেখেছি নানান ফ্যাশন। কেউ শাড়ির কালারের সাথে ম্যাচ করে মাস্ক বানিয়েছে, কেউ মোজার মতো করে মাস্ক বানিয়েছে, কেউ মাস্কে করেছে আঁকিবুঁকি। যতরকম ফ্যাশনই চলুক না কেন, সবসময় মাস্ক পরে থাকতে হয় বলে আমাদের কারও কিন্তু এখন আর 'মুখ দেখানোর জো নেই!' সেই সমস্যারও এসেছে নতুন সমাধান। ভারতের লুধিয়ানায় বাজারে এসেছে এমন এক মাস্ক, যা পরে আপনি স্বাচ্ছ্যন্দেই নিজের চেহারা কিংবা মুখ দেখিয়ে বেড়াতে পারবেন!

ভারতের লুধিয়ানার গান্ধীনগরের এক স্টুডিও মাস্কের সাথে সেটে দিচ্ছেন ক্রেতার মুখচ্ছবি। তাই মাস্ক পরলেও এই বিকল্প পদ্ধতিতে আপনার মুখ দেখা যাবে। আর এই মাস্ক ধুয়ে আবার পরা যাবে। 

ভারতে চতুর্থবারের মতো লকডাউন ঘোষণা হয়েছে। স্টুডিওতে কেউ আসে না। কিন্তু ব্যবসাও তো টিকিয়ে রাখতে হবে। সেই চিন্তা থেকেই উদ্ভব অভিনব এই মাস্কের। 

৩৫২ পঠিত ... ১৫:২৭, জুন ০১, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top