বাংলাদেশের যে বিলিয়ন ডলার উদ্যোগগুলোর কথা কেউ জানে না

৭১৭ পঠিত ... ১৭:৩১, সেপ্টেম্বর ২৫, ২০২২

Billion-Dollar-uddog

বাংলাদেশের এখন ঘরে ঘরে উদ্যোক্তা। সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়। কেউ করছে অনলাইন বিজনেস, কেউ করছে ফ্রিল্যান্সিং, এরকম আরও কিছু উদ্যোগ আছে যা অনেকেই জানেন না। এগুলো জানার পর আপনারও জীবন বদলে যেতে পারে। নিতে পারে নতুন মোড়।

১# টুল ভাড়া

অনেক মানুষ নানান জায়গায় কাজের জন্য অপেক্ষারত অবস্থায় থাকেন। কখনো পাসপোর্ট অফিসের লাইনে, কখনো বা সন্তানকে স্কুলের বাইরে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ভীষন কষ্টের ব্যাপার। তাই কিছু মানুষ এই কষ্ট ও নিজেদের অর্থনীতির কথা চিন্তা করে এইসব মানুষদের বসার সুবিধার্থে দিচ্ছেন টুল ভাড়া। আপনিও কিন্তু নেমে যেতে পারেন এই অভিনব ব্যবসায়।

২# মই ভাড়া

আমাদের অনেক সময়ই বিভিন্ন উঁচুস্থানে উঠতে হয়। কিন্তু সেখানে সিঁড়ি বা মই এর ব্যবস্থা না থাকায় আমরা জীবন ঝুঁকি নিয়েই উঠতে যাই। এই জীবন ঝুঁকির হাত থেকে বাঁচানোর জন্য অনেকেই উঁচুস্থান যেমন ট্রেনের ছাদ, বাসের ছাদ, ইত্যাদি জায়গায় উঠার জন্য দিচ্ছেন মই ভাড়া। এতে আমাদের জীবন ঝুঁকি কমার সাথে সাথে বাড়ছে উনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি।

৩# তোষক-বালিশ ভাড়া

আরাম করে ঘুমানোর জন্য জায়গা খালি করে দেয়া যায় কিন্তু নিজের তোষক-বালিশ দিয়ে দেয়া অনেক বড় কিছু। তবে এই বড় ত্যাগটাই করছেন লঞ্চের ভাইয়েরা। নিজেদার জিনিস ভাড়ায় দিয়ে পকেট গরম রাখছেন সারারাত জেগে। আপনার প্রেমিকা কিংবা বউয়ের পুরোনো হয়ে যাওয়া শাড়ি দিয়ে কাঁথা বানিয়ে এখনই নেমে যেতে পারেন এই ব্যবসায়।

৪# বৃষ্টির দিনে ভ্যান ভাড়া

এটা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিকও নয়। বাসা বদলানো, মালামাল আনা-নেয়া ইত্যাদি কাজে ভ্যান ভাড়া নেয়াই যায়। কিন্তু আপনার পা-কে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ভ্যান ভাড়া দেয়া যেকোনো মহৎ লোক দ্বারাই সম্ভব। বৃষ্টির দিনের ঢাকার অনেকে এলাকাতেই এই মিলিয়ন ডলার বিজনেস চোখে পড়বে। তবে মিরপুরের দিকের এই ভ্যান ভাড়ার বিজনেস বিলিয়ন ডলারের বিজনেস।

৫# মাল্টিপ্লাগ ভাড়া

বাসা থেকে বের হলে সময়মত বাসায় পৌঁছানো নিয়ে এই দেশে আছে অনিশ্চয়তা। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন কিংবা জ্যাম-সব জায়গায় বসে থাকতে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ফুরিয়ে যায় ফোনের চার্জ। এই সমস্যার সমাধান হিসেবে অনেকে মাল্টিপ্লাগ ভাড়া দেয়ার বিজনেস করেন। জ্যামে বসে দেশ নিয়ে হা-হুতাশ না করে আপনিও কিন্তু একটা মাল্টিপ্লাগ কিনে হয়ে যেতে পারেন বিজনেস ম্যাগনেট।

৬# ট্রেনে পেপার বিক্রি

ট্রেনে অনেকসময় স্ট্যান্ডিং টিকিট কাটা লোকজন একটু বসার জন্য পেপার খুঁজতে থাকেন। তখন কিছু ভাইয়েরা নিজ উদ্যোগে পেপার বিক্রি করে তাদের বসার সুযোগ করে দেন। একে বলে রথও দেখা হলো কলাও বেচা হলো স্ট্রেটেজি।

৭# বৃষ্টিতে ছাতা ভাড়া

এদেশে বেশিরভাগ মানুষের হয় ছাতা থাকে না কিংবা ছাতা নিয়ে বের হলেই সেটি হারিয়ে যায়। কিন্তু বৃষ্টি শুরু হলে আর কিছুই করার থাকে না। এ বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাওয়া, রাস্তা পার হয়ে বাসে ওঠা-এমন নানান সিচুয়েশনে তখন ছাতার প্রয়োজনীয়তা অপরিসীম। এই সমস্যা সমাধানে ছাতা ভাড়া দিয়ে কিছু মানুষ হয়ে যাচ্ছেন কোটিপতি।

৮# ওয়াইফাই/হটস্পট শেয়ারিং

ইন্টারনেটের যুগে এসে এরথেকে সফল ব্যবসা আর কিছুই হতে পারে না। ইন্টারনেটে কখন কী ঘটে তা জানার ইচ্ছা সকলের। সামান্য কিছু সময় ইন্টারনেটে না থাকলে মনে হয় জীবনে অনেক কিছু মিস করে ফেলেছি। এখানেও অনেকে নিজেদের সিলিকন ভ্যালি চোখ দিয়ে দেখে ফেলেছেন সম্ভাবনা। শুরু করেছেন বিজনেস। আপনিও করতে পারেন। শুধু ‘ইন্টারনেটে নতুন ইস্যু এসেছে’ এই রিউমার ছড়িয়ে দিলে কাস্টমার সামলাতে হিমসিম খাবেন নিশ্চিত।

৭১৭ পঠিত ... ১৭:৩১, সেপ্টেম্বর ২৫, ২০২২

Top