প্রথম আলোতে আমির খানকে নিয়ে পাঠকরা আরও যে ১০টি খবর দেখতে চায়

১০১৫ পঠিত ... ১৭:০৯, ফেব্রুয়ারি ০৪, ২০২১

৩ ফেব্রুয়ারি ‘ফোন বন্ধ আমির খানের’ শিরোনামে প্রথম আলো বিনোদন পাতায় একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপানো হয়। এই প্রতিবেদনে বেশ আপ্লুত হয় প্রথম আলোর পাঠকরা। আমির খানকে নিয়ে প্রথম আলোতে আর কী কী খবর দেখতে চান শীর্ষক একটি জরিপ চালায় eআরকি। জরিপে শ্বাশতি দত্ত, ফয়সাল তালুকদার ও প্রথম আলোর অন্যান্য পাঠকদের স্বতস্ফূর্ত অংশগ্রণে উঠে আসে নানাবিধ শিরোনাম। সেখান থেকে বাছাইকৃত ১০টি শিরোনাম তুলে দেয়া হলো eআরকির পাঠকদের জন্য।

prothom alo amir khan

১# বাথরুম করে ফ্ল্যাশ করলেন না আমির খান।

২# নিলামে উঠলো আমির খানের ওয়াইফাই পাসওয়ার্ড।

৩# জাদুঘরে স্থান পেলো আমির খানের কানের তুলা

৪# চাঁদে গিয়েও খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমির খানকে।

৫# যে বালিশে মাথা রেখে ঘুমান আমির খান। 

৬# অল্প দৌঁড়ে ক্লান্ত আমির খান।

৭# রাতে লুঙ্গি পরে ঘুমালে হিসেব থাকে না আমির খানের।

৮# নতুন লুঙ্গি কিনলেন আমির খান।

৯# ঘুমানোর সময়ে চোখ বন্ধ রাখেন আমির।

১০# আমির খান পান খেলে পিক ফেলেন না।

১০১৫ পঠিত ... ১৭:০৯, ফেব্রুয়ারি ০৪, ২০২১

Top