মোহাম্মদপুর সম্পর্কে যে ১০টি তথ্য আপনি কোনো তথ্যচিত্রেও পাবেন না

৩০৫০ পঠিত ... ১৬:৫৭, ফেব্রুয়ারি ০৩, ২০২১

mohammadpur local facts earki


১# ম্যাজিশিয়ান পিসি সরকার শৈশবে কিছুদিন মোহাম্মদপুরে কাটান। সে সময়ই তিনি পয়সা গায়েব করার ম্যাজিক শিখেছিলেন...

২# মোহাম্মদপুরের রাস্তায় কেউ ছিনতাইয়ের শিকার হলে তেমন মন খারাপ করে না। গুলি খায়নি এই মনে করেই খুশি হয়।

৩# ঢাকার মধ্যে মোহাম্মদপুরের বাসিন্দারাই সবচেয়ে বেশি 'চাপের' মধ্যে থাকেন।

৪# মোহাম্মদপুরে মোগল আমলের কোনো সম্রাটই কখনও চাপ খেতে আসেননি।

৫# কারও কাছে এন্ড্রয়েড ও আইফোন দু’টাই থাকলে- মোহাম্মদপুর যাবার আগে তিনি সাধারণত এন্ড্রয়েড ফোনটাই সাথে রাখেন।

৬# সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল আগ্রায় অবস্থিত হলেও, তাজমহল রোড নামে কোনকিছুর অস্তিত্ব আগ্রায় নেই। সেটা আছে মোহাম্মদপুরে।

৭# মোহাম্মদপুর নিয়ে একটি ওয়েব সিরিজ বানানোর পরিকল্পনা করেছিল ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করায় শেষমেশ তারা একই গল্পে 'মির্জাপুর' নামে সিরিজ নির্মাণ করে।

৮# বিখ্যাত পরিচালক অনুরাগ কেশ্যপ ‘গ্যাংস অফ মোহাম্মদপুর’ বানাতে ক্যামেরা-ট্রলি-মেকাপ সামগ্রীসহ মোহাম্মদপুরে হাজির হন। কিন্তু ছিনতাইকারীর কবলে সর্বস্ব খুইয়ে শেষমেষ তিনি ভারতের ওয়াসেপুরে সিনেমা বানাতে চলে যান।

৯# মোহাম্মদপুরের যে কোন গলি দিয়ে কয়েক মিনিট হাঁটলেই আপনার সারা গায়ে কাবাবের গন্ধ ভুরভুর করবে।

১০# মোহাম্মদপুরের বাস করার ব্যাপারটা গত কয়েকদিনে একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে।

৩০৫০ পঠিত ... ১৬:৫৭, ফেব্রুয়ারি ০৩, ২০২১

Top