পাত্রী দেখতে যাওয়া খুব সহজ কাজ না। অনেক দায়িত্ব আপনার উপর। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে, সমাজে আপনার আর মুখ দেখানোর জায়গা থাকবে না। আপনার সেই দায়িত্ব সহজ করতেই হাজির হয়েছে eআরকির আইডিয়াবাজ দল। পাত্রী দেখতে যাবার আগমুহূর্তে হলেও হুড়মুড়িয়ে পড়ে নিন নিচের কর্তব্যগুলো...
১# মেয়ের বাড়িতে ঢোকার পরপরই আপনি ভুলে যান আপনি কে। কী আপনার পদমর্যাদা। আপনার তখন একটাই পরিচয়- ফটোগ্রাফার। অনুমতির ধার না ধেরে প্রথম থেকেই মোবাইলে ছবি তোলা শুরু করুন। সেই ছবি কিছুক্ষণ পরপরই ফেসবুকে আপলোড দিন। মেয়ে দেখতে এসেছেন, তাতে আবার প্রাইভেসির কী আছে?
২# বড় ছেলেকে বিয়ে করিয়েছেন। সেই মেয়ের বাড়িতে কয়টা বেড রুম, কয়টা বাথরুম, কোন দেশি টাইলস করা- মেয়ে পক্ষকে এইসব শুনিয়ে শুনিয়ে বলতে ভুলবেন না। এই বাড়ির চেয়ে যে বড় ছেলের শ্বশুরবাড়ি বেশি অভিজাত তাও শুনিয়ে দিন তাদের।
৩# আপনার মেয়ে ও বাড়ির অন্যান্য বউদের চেয়ে দেখতে আসা মেয়ের গায়ের রং কিছুটা অনুজ্জ্বল, তাও বলুন শুনিয়ে শুনিয়ে।
৪# নাস্তায় কেন ড্রাগন ফল দেয়নি তা নিয়ে একটু কানাকানি করে নিন। কানাকানি করলেও খেয়াল রাখবেন মেয়েপক্ষের কানে যেন যায়।
৫# মেয়ের ঘোমটা সরাতে বলে চুলের খোপা খুলতে বলতে ভুলবেন না। পারলে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটু টেনে দেখুন, পরচুলা লাগায়নি তো!
৬# 'রান্নাবন্না পারো কিনা?' এই প্রশ্ন খুবই মেইনস্ট্রিম। আপনার ছেলের স্বাস্থ্য ও রুচি বিবেচনা করে মেয়েকে ইলিশ মাছের থাই স্যুপ বানিয়ে আনতে বলুন।
৭# আপেল কে কেটেছে তাও শুনে নিন। আপেল কালো হয়ে গিয়েছে কেন, সবগুলো আপেলের টুকরার শেপ পয়েন্ট টু পয়েন্ট সেম হয়নি কেন? এইসব বিষয়ে প্রশ্ন রেখে যান।
৮# মেয়ে হার্ভার্ড, এমআইটির গ্র্যাজুয়েট; সেটা গুরুত্বপূর্ণ না। নিজের বায়োডাটা লিখতে পারে কি না সেটা গুরুত্বপূর্ণ। মেয়েকে দিয়ে অবশ্যই বায়োডাটা লেখাবেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
৯# সাথে করে পারলে গরমপানি, সাবান নিয়ে যাবেন। সামনে বসিয়ে গরম পানি, সাবান দিয়ে মুখ ভালো করে ঘষে দেখবেন। মেকাপ করেনি তো!
১০# বড়ছেলের শ্বশুরবাড়ি থেকে কী কী দিয়েছে সেসব মেয়ে পক্ষকে দেখতে আসার দিনই জানিয়ে দিন। কিছু না দিলেও বানিয়ে বানিয়ে বলতে পারেন, গল্পে গল্পে বলতে পারেন।
১১# মেয়ে গান জানে কিনা জিজ্ঞেস করুন। মনে রাখবেন, বাড়িতে শুধু বউ হলে হবে না। একটা রুনা লায়লারও দরকার আছে।
১২# দাঁত দেখতে ভুলবেন না। সাথে করে একজন ডেন্টিস্ট নিয়ে যেতে পারেন। না পারলে পারতপক্ষে ডেন্টিস্টদের ছোট হাতুড়ি নিয়ে যাবেন। এরপর একটা একটা করে দাঁত চেক করবেন।
১৩# প্রয়োজন হোক বা না হোক, মেয়েদের বাড়ির বাথরুম অবশ্যই ঘুরে আসবেন। চাইলে, বাথরুমে এসি না থাকায় আপনার কতটা কষ্ট হয়েছে তাও বলুন। বাথরুম থেকে আসার সময় প্রাইভেসির ধার না ধেরে এক ফাঁকে বাসার সবগুলো রুমে উঁকি দিয়ে আসুন।
১৪# আজকাল বিয়ের সিভিতে হাইট লেখাই থাকে। তাও, ভুলভাল লিখতে পারে তো। আপনার মেয়েকে পাশে দাঁড় করিয়ে কম্পেয়ার করতে পারেন। তবে মেজরম্যান্ট টেপ দিয়ে মাপলে একদম নিশ্চিন্ত।
১৫# নিজের প্রশ্ন করা শেষ হলে ছেলের বোনের ননদের জামাইকে প্রশ্ন করার সুযোগ দিন। যাওয়ার সময় অবশ্যই মনে করে ছেলের ফুফা, খালু, পরদাদা, ভাইয়ের শালীরাও যে একদিন দেখতে আসবে তা জানিয়ে দেন।