Gonna tell my kids ট্রেন্ড : সারা বিশ্ব ও বাংলাদেশের ফেসবুকাররা ভবিষ্যতে বাচ্চাদের যা যা বলবেন

১১৫৪ পঠিত ... ২০:৫২, ডিসেম্বর ০৭, ২০১৯

আপনার ভবিষ্যৎ সন্তানকে (যদি ইতোমধ্যে না থাকে!) আপনি কী কী বলবেন, এ ব্যাপারে নিশ্চয়ই আপনার কিছু পরিকল্পনা আছে? সবারই কমবেশি তা থাকেই। তবে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকের কল্যাণে বেশিরভাগ ফেসবুকাররা তাদের সন্তানকে ভবিষ্যতে কী কী বলবেন, তা সবারই জানা হয়ে গেছে। না, সিরিয়াসলি নয়। ফেসবুকে জোরেশোরে চলা Gonna tell my kids ট্রেন্ডের কথা বলা হচ্ছে!

'Gonna tell my kids' মিমের উৎপত্তি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে। গত ১৯ সেপ্টেম্বর 'ওয়েক এন বেকন' নামক একাউন্ট থেকে একটি মিম শেয়ার করা হয় যেখান থেকে এর টেমপ্লেটের সূচনা। এরপর টুইটার ও ফেসবুকে দেখা যায় 'Gonna tell my kid' মিমের জোয়ার।

২০০১ সালে কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো শিক্ষকতা করতেন ওয়েস্ট পয়েন্ট গ্রে একাডেমিতে। সে প্রতিষ্ঠানের ইয়ারবুকে আরবদের পোশাক পরা একটি ছবি পাওয়া যায় ট্রুডোর। এই পোশাকের সাথে তিনি মুখে ও হাতে করেন কালো রঙের মেক-আপ। যা টাইম ম্যাগাজিনে গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই বর্ণবাদী আচরণের জন্য অবশ্য ট্রুডো ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, এমনটা না করা উচিত ছিল। এই ঘটনা নিয়েই প্রথম 'Gonna tell my kid' মিম বানানো হয়।

 

প্রথম মিমটাতে একটি ছবি দিয়ে তার উপর লেখা হয় 'I gonna tell my kids in 2055 that this was Justin Trudeau'. অর্থাৎ '২০৫৫ সালে আমার বাচ্চাদের বলবো এটা জাস্টিন ট্রুডো ছিল।

 

এই ট্রেন্ডে মিমমেকাররা একটি ছবি দিয়ে বলেন, তার সন্তানকে বলবেন এটা কোন সেলিব্রেটি বা বস্তুর ছবি। যদিও ওই সেলিব্রেটির বা বস্তুর ছবি ওইখানে আসলে থাকে না, কিন্তু তার স্বভাব বা বৈশিষ্ট্যের সাথে ছবিটির মিল থাকে বা কোনো রেফারেন্স থাকে। নভেম্বরের শেষদিকে এই টেমপ্লেটের মিম জনপ্রিয় হয়, সোশ্যাল মিডিয়ায় তা ঘুরতে থাকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে। চলুন দেখে নেয়া যাক, ফেসবুকের এই 'হিট' ট্রেন্ডে অংশগ্রহণ করে বিশ্বব্যাপী অনলাইনের জনগণ ভবিষ্যৎ সন্তানদের কী কী বলবেন বলে ঠিক করলেন!

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

 

১৪#

 

১৫#

 

১৬#

 

১৭#

 

১৮#

 

১৯#

 

২০#

 

২১#

 

২২#

 

২৩#

 

২৪#

 

২৫#

 

২৬#

 

২৭#

 

২৮#

 

২৯#

 

৩০#

 

৩১#

 

৩২#

 

৩৩#

 

৩৪#

 

৩৫#

 

৩৬#

 

৩৭#

 

৩৮#

 

৩৯#

 

৪০#

 

৪১#

 

৪২#

 

৪৩#

 

৪৪#

 

৪৫#

 

৪৬#

১১৫৪ পঠিত ... ২০:৫২, ডিসেম্বর ০৭, ২০১৯

Top