কিছুদিন ধরেই জনৈক অনিকের এক গোসল সন্ধ্যার আয়োজনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে ফেসবুকে। শীতের দিনে এই সন্ধ্যাবেলার গোসল নিয়ে জনমনে জাগছে নানান প্রশ্ন। গোসলের এই আয়োজন ঘিরে কৌতুহলী মনের কিছু প্রশ্ন একসাথে দেয়া হলো eআরকি পাঠকদের জন্য। 
১# এর মানে কী?
২# গোসল কি এখানেই হবে?

৩# একজনের হবে না কয়েকজনের হবে?
৪# গোসল শুধু অনিকের হইলে তিনটা চেয়ার কেন?

৫# পানি ঢালার সময় বেলুনগুলো থাকবে নাকি থাকবে না?
৬# অনিক কি সকালে, বিকালে বা রাতে গোসল করে না?
৭# কয় দিন পর গোসল করতাছে?

৮# শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতাছে?


