চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রী বা আন্দোলনকারীদের পুলিশ চড়াও হয়েছে একাধিকবার। ক্যাম্পাসে আন্দোলনকারীদের দমনে ব্যবহৃত পুলিশের নানা অ্যাকশানের ছবিও ভাইরাল হয়েছে সামাজিক গণমাধ্যমে। একটি ছবিতে দেখা যায়, একজন পুলিশ ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে রেখেছেন! কিন্তু তারা নিশ্চয়ই শিক্ষার্থীদের আক্রমণ করতে যাননি? নাহ, হতেই পারে না! তবে কেন ঢুকিয়ে থাকতে পারেন তিনি তার কালো বন্দুকের (!) নল? ভাবতে চেষ্টা করেছে eআরকির বন্দুক ও গেট গবেষক দল!











