সেহেরি ও স্যার বৃত্তান্ত

৭২৮ পঠিত ... ১৫:৩৬, মার্চ ২৫, ২০২৩

Sehri-o-sir (1)

লেখা: ফাহাদ খান

বছরের প্রথম সেহেরি। দেরীতে ঘুমানোর অভ্যাস থাকায় স্বভাবতই সেহেরির আগে ঘুমাই না কখনও। আজকেও ঘুমাই নাই।

বারান্দায় বসে বাংলাদেশের খেলার হাইলাইটস দেখতেছি। হুট করে মনে হলো নিচ থেকে কেউ ডাকছে। রাস্তার পাশেই বাসা হওয়ায় নিচে কেউ থাকলে খুব আয়েশি ভঙ্গিতেই বারান্দা থেকে তার সাথে কথা বলা যায়।

নিচে তাকিয়ে দেখি ফকির আসছে। আমার মাথায়ই ধরল না রাত ৩টায় বাসার নিচে ফকির কী করে!

কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলাম, ‘এতো রাতে ভিক্ষা করতে নামছেন কেন?’

উত্তরে সে বলল, ‘নিচে আসেন বলতাছি।‘

মানিব্যাগটা সাথে নিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি ফকিরের হাতে আইফোন। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। নিশ্চয়ই ব্যাটার কোনো উদ্দেশ্য আছে। এই লোক সুবিধার না। কোনোমতে হাতে ২০টা টাকা দিয়ে তড়িঘড়ি করে উপরে উঠতে যাব, ওমনি সে আমার হাত টেনে ধরল।

আমি ঘাবড়ানো গলায় জিজ্ঞেস করলাম, ‘সমস্যা কী তোর?’

উত্তরে সে বলল, কোনো সমস্যা নাই ভাই। আমি কোনো ফকির টকির না, আমি পাসপোর্ট অফিসের কর্মকর্তা। দুনিয়ার সব সরকারি অফিসে গিয়া লোকজন পিয়নরে পর্যন্ত স্যার ডাকে। আর পাসপোর্ট অফিসে আইসা আমারে শালা বইলা গালি দিয়া দালালরে স্যার ডাইকা যায়।

আমি বললাম, ‘তো আমি কী করুম?’

সে বলল, ‘ভাই এই টাকা পাঁচশ রাখেন। কাল দুপুরে খালি একবার অফিসে গিয়া স্যার বইলা ডাক দিবেন। প্রথমবার ডাক দিবেন, উত্তর নিব না। এরপর দ্বিতীয়বার ডাক দিবেন। এভাবে বারবার যতোবার ডাকবেন, প্রতিবারের জন্য ৫০০ করে টাকা পাবেন।‘  

আইডিয়া জবর পছন্দ হইলো। ততক্ষণাৎ উপরে এসে ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম। টাইটেল- হালাল পদ্ধতিতে স্যারকে স্যার বলে ডাকার ১০১টি সহীহ উপায়।

কারণ ভেবে দেখলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই কাজ ফুলটাইম জবে কনভার্ট হতে খুব বেশি সময় লাগার কথা না!

এই দেশের মানুষের এখন টাকার অভাব নাই। যা একটু অভাব আছে, তা ঐ সম্মান আর ইজ্জতেরই।

এই বাজারে আমার মতো বেকারের জন্য এর থেকে বড় পুঁজি আর কী হতে পারে?

৭২৮ পঠিত ... ১৫:৩৬, মার্চ ২৫, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top