বিসিএসে ফেল করলে ফরম পূরণের ৭০০ টাকা মানিব্যাক করার দাবী

৩৫ পঠিত ... ১৬:১৮, এপ্রিল ২৭, ২০২৪

6 (7)

গতকাল হয়ে গেল ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা দিয়ে অনেকে আনন্দে উত্তেজিত, তাদের পরীক্ষা ভালো হয়েছে, পাশ নিশ্চিত। অনেকে উত্তেজিত পরীক্ষা খারাপ হওয়ায়। পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়ে এসেই ফরম পূরণের ৭০০ টাকা মানিব্যাক চেয়ে একটা জনদাবি তুলেছে তারা। একটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।

৭০০ টাকা মানিব্যাক চাওয়ার যুক্তি হিসেবে প্রশ্নপত্র পছন্দ না হওয়ার কথা জানান এইসব ‘জানি, ফেল’সমাজের বিসিএস শিক্ষার্থীরা। প্রশ্নপত্রের সমালোচনা করে একজন বলেন, ‘এটা কেমন প্রশ্নপত্র? একটা প্রশ্নও কমন আসে নাই। একটাও পারি না। আরে ভাই, প্রশ্ন যদি আমাকে কমন দিতে না পারেন তাহলে সেটা আগে বলতেন। আমি ফরম পূরণ করতাম না। এখন আমার ৭০০ টাকা ফেরত দেন, সাথে আমার দুই ঘণ্টাও ফেরত দিবেন। গাড়ি ভাড়া তো দিবনই, পাশাপাশি গরমে পরীক্ষা দিতে গিয়ে দুইটা ইলেক্ট্রোলাইট খাইছিলাম, ওইটার টাকাও দিবেন।’

বিসিএসের টাকা জোগাড় করার জন্য নিজের অনেক স্ট্রাগলের কথাও জানান অন্য একজন। তিনি বলেন, ‘নিজের পকেটে টাকা ছিল না, গার্লফ্রেন্ডের কাছ থেকে ধার নিছি। ভাবছিলাম, পরীক্ষা ভালো হলে ও তো আর এই টাকা ফেরত চাইবে না। এখন আমি ফেল করব শুনে সুদসহ ১০০০ টাকা ফেরত চাচ্ছে। না দিতে পারলে বলল ব্রেকাপ। এখন আমি বাকি ৩০০ টাকা কই পাব?’

৩৫ পঠিত ... ১৬:১৮, এপ্রিল ২৭, ২০২৪

Top