বিয়ে দেওয়ার দুইদিনেও বৃষ্টি না হওয়ায় ব্যাঙ দম্পতির ডিভোর্স করিয়ে দিলো গ্রামবাসী

১৯৫ পঠিত ... ১৬:২০, এপ্রিল ২৭, ২০২৪

8 (1)

কিছুদিন আগে বৃষ্টির জন্য দুটি ব্যাঙের বিয়ের দিয়েছিল রাজশাহীর এক এলাকার গ্রামবাসী। কিন্তু বিয়ের দুজন চলে গেলেও বৃষ্টি না আসায় ক্ষুব্ধ গ্রামবাসী ব্যাঙ দম্পতিকে ধরে ডিভোর্স করিয়ে দেয়। একটি সম্পূর্ণ অবিশ্বস্ত, অতিপ্রাকৃতিক সূত্র থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।

গ্রামবাসীর সাথে কল্পনায় কথা বলে জানা যায়, অনেক আশা নিয়ে তারা এই দুজনকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই আশায় গুড়েবালি। বৃষ্টি তো আসেইনি, উলটো গরম বেড়ে গেছে। তাই ক্ষুব্ধ হয়ে তারা এই ব্যাঙ দম্পতির ডিভোর্স করিয়ে দেয়।

নিজের ক্ষব্ধতা প্রকাশ করতে গিয়ে এক গ্রামবাসী নিজের ফেক আইডি থেকে বলেন, ‘ওদেরকে বিয়ে দিছি কি বেডরুমে বর্ষণের জন্য? নাকি আমাদের এই ধরণীতে বর্ষণের জন্য? বলেন আপনারা! আমাদের বৃষ্টির খবর নাই, ওরা বাসর রাত করে বেড়াবে, বিছানায় বর্ষা নিয়ে আসবে তা তো হবে না। সেজন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে এই ব্যাঙ দম্পতির বিয়ের পর বৃষ্টি তো আসেইনি, বিয়ের দুইদিন হয়ে গেলেও এখনও বাচ্চাকাচ্চার খবর নেই। এমন বিষয়ও ক্ষুব্ধ করে অনেক গ্রামবাসীকে। ওনারা বলেন, ‘বিয়ে দিলাম ২-৩ দিন হইয়া গেছে। হারামজাদারা ফূর্তি করে বেড়াচ্ছে, হানিমুন মারাচ্ছে। কিন্তু এখনও কোনো সুখবর নাই! ওদেরকে কি ফূর্তি করার জন্য বিয়ে দিছি? অন্তত বাচ্চাকাচ্চা নিলেও তো মাফ করে দেয়া যেত।’

১৯৫ পঠিত ... ১৬:২০, এপ্রিল ২৭, ২০২৪

Top