শাজাহান খানের সাথে জনৈক অশিক্ষিত ড্রাইভারের একটি কাল্পনিক ড্রাইভিং লাইসেন্স টেস্ট

২৯৯৭ পঠিত ... ১৩:২৫, আগস্ট ০২, ২০১৮

শাজাহান খান- কি মিয়া! নাম কি তোমার?
ড্রাইভার - ছার আমার নাম মজিদ। সবাই ডাকে কানা মজিদ। গাড়ি চালানের সুমায় আশে পাশে তাকাইনা ছার। তাই আদর কইরা ডাকে...

অলংকরণ: সামির

- তা, ইন্টারভিউ তে সবুজ লুঙ্গি পইড়া আসছো কেন? ইন্টারভিউতে সাদা লুঙ্গি পড়তে হয় জানো না?
- ছার! সবুজ বাতি দ্যাখলে আমার হুশ থাহেনা। জম্মের মত গাড়ি টানি তহন। সবুজ রংডারে ব্যাপক ভালা পাই ছার।
- সাব্বাস ব্যাটা! তুমি তো মিয়া বাতিবুতি সবই চেনো। এইবার কও ছাগলের কান কয়ডা?
- ছার সিগনেল যেমুন দুইডা, ছাগলের কানও দুইডা। হইছে না ছার?
- হইছে মানে! তুমি তো প্রিলিতে পাস করছ! এইবার আসো রিটেনের প্রশ্ন জিগাই...
- ছার এইডা কি কুনো নতুন সিগনেল?
- আরে ব্যাটা এই ছবিডা দেইখা বলো, এইখানে গরু কোনডা? এইখানে হাতি, জিরাফ, জেব্রা আর গরু আছে। তুমি বলবা কোনডা গরু।
- ছার হাতিডারে ওভারটেক করলেই তো গরু দেহা যায়। গরু আবার চিনুম না, কি যে কন ছার। তয় ছার জেব্রাডারে আমার দেখলেই চান্দি গরম হয়া যায়।
- এইডা কি বললা, জেব্রা তো নিরীহ প্রাণী..
- ছার অর গায়ের লাহান ডেজাইন রাস্তায় মাঝে মাঝে দেহা যায়। তহন গাড়ি সোলো করতে হয়। মেজাজটাই চেইত্তা যায়। সব সময় নিজেরে কন্টোল করতারি না, দি চালায়া...

- সাব্বাস ব্যাটা! সাচ্চা ড্রাইভারের মত মেজাজ তোমার। পুলিশ আর ড্রাইভার -মেজাজেই পরিচয়। এইবার কও রাস্তায় দুইটা গরু দেখলে গাড়ি কোনদিকে চালাবা?
- ছার, অশটেলিয়া হইলে চিন্তার বিষয়। ওগুলান মোটকা হয়। গাড়ি সাইডে নিমু তহন। তয় ছার দেশি চিকনা গরু হইলে মাইরা দিমু ছার।
- কী বলো এইসব? মারবা কেন?
-ছার, গরু থাকবো মাঠে। রাস্তায় গরুর কি কাম? রাস্তা হইলো গাড়ির লাইগা। অন্যায় ছার আমি সহ্য করতারিনা। দুইডা গরু মারলেই ছার সব সিস্টামে চইলা আসবো।
- বাহ! এইটা তো আমি ভাবিনাই! তোমার বিবেচনার সত্যিই প্রশংসা করতে হয়। তুমি অশিক্ষিতো হইয়াও আমারে আজ শিখাইলা। সাব্বাস ব্যাটা।
- ছার রাস্তায় চাইর-পায়া কিছু দেখলেই আমার মেজাজ বিগড়ায়া যায়। সেইদিন বিড়াল মারছি একটা। চাকার নিচে পইড়া মাথাডা ফটাস কইরা ফাটলো। মগজ ছিটকায়া গেলোগা। দেইখা অতি আনন্দ পাইছি।
- কিন্তু তুমি নাকি দুইটা মানুষও মারছো?
- ছার আমি তো কইছিই চাইর পা দেখলেই আমার মেজাজ খারাপ হয়। দুই মানুষে কয়ডা পা হিসাব কইরা দেখেন ছার। তয় ছার গুজবে কান্দিবেন্না।
- আরে তাই তো! হাহাহা! তুমি তো অঙ্কেও ভাল দেখতেছি। সাব্বাস ব্যাটা। তোমার মত হিসাবি ড্রাইভারই তো দেশে দরকার।
- সবই আপনাগো দোয়া ছার।
- শেষ প্রশ্নের উত্তর দাও তাইলে। এইডা পারলেই তুমি ইন্টার ভিউতে পাস। তোমারে তিনটা সাউন্ড শোনাবো। কোনটা কিসের ডাক শুনে বলবা...
- (শোনার পর) ছার প্রথমডা গরুর ডাক। সেকেন ডা ছাগলের ডাক। তিন নাম্বারডা ছার বুঝতারিনা।
- ওইডা মানুষের ডাক। যাই হোক তুমি দুইডা পারছো। সেই হিসেবে পাস। তা তোমার চোখ এত লাল কেন?
- ছার, লাল বাত্তি আমার অতি প্রিয় বাত্তি। লাল বাত্তি তে খাড়ায়া জগৎ সংসার নিয়া ভাবি। এইজন্য ছার চোক্ষু দুউডা লাল রাখি সব সময়। এতে চিন্তা গভীর হয় ছার। বুক ফুলায়া টান দেই তহন। নিজেরে পেলেনের ড্রাইভার মনে হয় ছার...
- বাহ! তুমি তো শুধু হাত দিয়া চালাও না, তুমি আবেগ দিয়া চালাও। তোমার উপর আমি মুগ্ধ। এই যে নাও লাইসেন্স...

২৯৯৭ পঠিত ... ১৩:২৫, আগস্ট ০২, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top