গেম অফ থ্রোনস সিজন এইট নিয়ে সাকিব বিন রশিদের অসাধারণ বিশ্লেষণধর্মী ভিডিও

৩৯০ পঠিত ... ১৭:০৭, মে ০৪, ২০১৯

টিভি ইতিহাসের জনপ্রিয়তম সিরিজ গেম অফ থ্রোনস-এর শেষ সিজন শুরু হবার পর দুনিয়াজোড়া এই সিরিজের ভক্তরা চিন্তিত হয়ে আছেন সেভেন কিংডমের ভবিষ্যত নিয়ে। প্রতি পর্বের রিভিউ, সামনের পর্বের প্রিভিউ নিয়ে ফ্যান-ফলোয়াররা বানাচ্ছেন ভিডিও, লিখছেন ব্লগ। পিছিয়ে নেই বাংলাদেশের গেম অফ থ্রোনস ভক্তরাও। এই যেমন সাকিব বিন রশিদ তৃতীয় পর্বের পর একটি বিশ্লেষণী ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে।

২৯ এপ্রিল (বাংলাদেশ সময়) সকালে তৃতীয় পর্ব মুক্তির পর থেকেই সবার আলোচনায় চলে আসে এই গ্র্যান্ড এপিসোডটি। প্রায় দেড় ঘন্টার এই পর্বে যুদ্ধে নাইট কিং-এর বিরামহীন মৃত বাহিনীর সামনে উইন্টারফেল দুর্গ দাঁড়িয়ে ছিল জীবিতদের নিয়ে। এক ভয়ানক যুদ্ধে এক পর্যায়ে নাইট কিং এসে দাঁড়িয়েছিল ভূতপূর্ব ব্র্যান স্টার্কের সামনে। থ্রি আইড র‍্যাভেন তথা জীবিতদের সবকিছুর শেষ যখন সুনিশ্চিত, তখনই আরিয়া স্টার্কের হাতে ধরাশায়ী হয় নাইট কিং এবং তার বাহিনী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় নানান আলোচনা। অদ্ভুতভাবে লক্ষ্য করা যায়, অনেকেই খুশি নন নাইট কিং-এর এমন মৃত্যুতে! তাহলে কি তারা চাচ্ছিলেন, ব্র্যান মারা যাক! আবার ব্র্যান মারা গেলেও নিশ্চয়ই সকলের অন্যরকম মনে হতো!

এই অদ্ভুত ডিলেমায় যখন সবাই ভুগছেন, তখন সাকিব বিন রশিদ পুরো বিষয়টির একটি ছোট্ট প্রতিক্রিয়া পোস্ট করেন ফেসবুকে-

এই নাহয় গেল তৃতীয় পর্বের কথা। সামনের তিন পর্বের জন্য অপেক্ষা করে আছে কিংস ল্যান্ডিং। কিংস ল্যান্ডিং-এর রেড কিপে লোহার অস্বস্তিকর সিংহাসনে গদিনসীন সার্সেই ল্যানিস্টার তার কিছু সঙ্গীসাথী এবং পূর্ব দিক থেকে আসা গোল্ডেন আর্মি নিয়ে অপেক্ষা করে আছেন জন্ম-মৃত্যুর যুদ্ধে বেঁচে থাকা সৈন্যদের মোকাবেলার লক্ষ্যে। ইউরন গ্রেজয় হাতি না নিয়ে এলেও নিয়ে এসেছেন বিশ হাজার দক্ষ সেনানী এবং অগণিত ঘোড়া। তাই উইন্টারফেল থেকে বেঁচে ফেরা যোদ্ধারা দুটো ড্রাগন নিয়েও পড়তে পারে বিপদে।

আর এসব নিয়েই চতুর্থ পর্বের আগে আরেকটি বিশ্লেষণী ভিডিও বানিয়ে সাকিব বিন রশিদ। সেখানে তিনি বুঝিয়েছেন এই যুদ্ধে কাকে কাকে নেওয়া যায়, কেন নেওয়া যায়, আর কেনই বা কাউকে কাউকে নেওয়া যায় না! জীবিত এবং মৃত চরিত্রদের নিয়ে এমন নির্মোহ বিশ্লেষণ গেম অফ থ্রোনসের ইতিহাসে কেউ করেছে বলে আমাদের অন্তত জানা নেই। সাকিব যেন ছিলেন ড্যানেরিস টারগেরিয়ানের 'হ্যান্ড অফ দ্য কুইন'। আঞ্চলিক ভাষায় করা ভিডিওটি দেখে বুঝে নিন কেমন হতে যাচ্ছে গেম অফ থ্রোনসের সামনের যুদ্ধ!

৩৯০ পঠিত ... ১৭:০৭, মে ০৪, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top