যে কারণে কোটার পরিমাণ বাড়িয়ে ৯১% করে ফেলা উচিত

১৮৪১ পঠিত ... ২১:৩৩, এপ্রিল ১০, ২০১৮

অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছেন আমি কেন কোটা নিয়ে কিছু লিখছি না। লিখছি না কারণ আমি এই কোটা সংস্কারের সম্পূর্ণ বিরোধী। একজন সচেতন দেশপ্রেমিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই জিনিসের বিরোধিতা করা। কোটা পদ্ধতির সংস্কার যদি হতেই হয় তবে সেটা শুধুমাত্র একটা পদ্ধতিতে হতে হবে আর সেটা হলো মহান একাত্তরের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক মুক্তিযোদ্ধা কোটা ৭১% করতে হবে। আর খেয়াল রাখতে হবে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি সহ বংশ পরস্পরায় অন্তত ৭১ প্রজন্ম পর্যন্ত এই সুবিধা যেন নিশ্চিত হয়। সঙ্গে নারী কোটা ১০% এবং প্রতিবন্ধী আর আদিবাসী কোটা ৫% করে মোট ১০%। সব মিলিয়ে ৯১% কোটা আর বাকি ৯% পার্সেন্ট মেধা করা হোক। যাদের সত্যিকারের মেধা আছে তারা আশা করা যায় এই নয় পার্সেন্টের মধ্যে থেকেই নিজেদের জন্য চাকরী নিশ্চিত করতে পারবে। আর যারা পারবে না তারা তাদের মেধা নিয়ে বিদেশে গিয়ে বিশ্বের উন্নতি করে বেড়াক। কোটাহীন উন্নয়ন আমরা চাইনা। আমরা আর ছয় বছর পর উন্নয়নশীল দেশের খেতাব পেতে পারি, এইটুকু আশ্বাসেই খুশি।

কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেসব সন্ত্রাসী ছাত্রবাহিনী ভয়ংকর আন্দোলন করছে তাদের উপর পুলিশ ভাইদের শান্তিপূর্ণ লাঠিচার্জ এবং টিয়ারশেল ও রাবারবুলেট নিক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এই শান্তিপূর্ণ আক্রমণে যেসব ছাত্র প্রতিবন্ধী কোটা পাওয়ার আশায় আহত হওয়ার নাটক করছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এইসব কোটাহীন কুলাঙ্গাররা দেশকে আফগানিস্তান বানানোর পায়তারা করছে। এদের বিরুদ্ধে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতন লড়ে যাওয়া পুলিশ ভাইদেরকে নতুনভাবে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রদান করার জন্য সরকারের কাছে আবেদন করছি। এই 'নতুন মুক্তিযোদ্ধা' সার্টিফিকেটগুলো ব্যবহার করেও যেন মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা যায়, সে জন্যও আমি সরকারকে অনুরোধ করছি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘাবড়াবেন না। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে বা সেই আন্দোলন সমর্থন করছে তারা সংখ্যায় কয়েক কোটি মাত্র। কোটা সংস্কারের বিরুদ্ধে আমরা হাজার হাজার জনতা আজ একজোট। ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের ভোট যেহেতু লাগে না, সেহেতু আপনি ঐ কয়েক কোটি দিয়ে কি করবেন? ওদেরকে কঠোর হস্তে দমন করুন। বাকি আমরা কয়েক হাজার দেশপ্রেমিক জনতা এই দেশে থাকলেই চলবে। দেশ এগিয়ে যাবেই। তারজন্য কয়েকশো বছর লেগে গেলেও আমরা হাল ছাড়বো না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবোই।

পরিশেষে আন্দোলনকারী ছাত্রদের বলছি, আপনাদের যদি এতই মেধা থাকে তো চাকরির কী দরকার? ব্যবসা করুন। তাও না পারলে বসে বসে বাপের হোটেলে খান। আপনাদের পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেনি, সেই দোষ তো আপনাদেরই, নাকি? মনে রাখবেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা দেশের সবার অধিকারের জন্য যুদ্ধ করেনাই, শুধুমাত্র নিজেদের পরিবারের সুযোগ সুবিধা দেয়ার জন্য যুদ্ধ করেছিলো।

১৮৪১ পঠিত ... ২১:৩৩, এপ্রিল ১০, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top