জামশেদ মজুমদার ও কবীর হোসেন মিলিটারির মধ্যে কোলাকুলি চায় উৎসুক জনতা

৩৯৬ পঠিত ... ১৮:০৫, আগস্ট ২০, ২০২৩

জামশেদ-মজুমদার

ঘরের বাজার বিডির জামশেদ মজুমদার। হানি নাট বিক্রি করে এখন তিনি বেশ জনপ্রিয়। অন্যদিকে কবীর হোসেন মিলিটারিকে জিনসেং সিরাপের বদৌলতে অনেকেই চেনেন। এবার এই দুই উদ্যোক্তার মধ্যে কোলাকুলি করার দাবি তুলেছেন উৎসুক জনতা।

দীর্ঘদিন পুরুষ মানুষের স্বাস্থের পাশে থেকেছেন এই দুজন ব্যক্তি। হানি নাট ও জিনসেং সিরাপ দিয়ে পুরুষ মানুষের সকল দুর্বলতা দূর করতে সহায়তা করেছেন তারা। এই মহৎ কাজের জন্য দুজনেরই ভক্তরা চান, তারা যেন অন্তত একবার কোলাকুলি করেন।

এই বিষয়ে জামশেদ মজুমদারের এক ভক্ত বলেন, ‘জামশেদ ভাই ও মিলিটারি ভাই হচ্ছেন ব্রাদার ফ্রম এনাদার ফাদার। কোলাকুলি করার মাধ্যমে ওনারা একসাথে কাজ করতে পারেন।’

জামশেদ মজুমদার ও কবীর হোসেন মিলিটারির একসাথে কোলাকুলি পৃথিবীকে বদলে দিতে পারে এমনটা দাবি করে কবীর হোসেন মিলিটারির এক ভক্ত বলেন, ‘হানি নাট আর জিনসেং এর শক্তি একিভূত হলে কেমন হবে সেটা পরখ করে দেখার দরকার। জামশেদ ভাই ও মিলিটারি ভাই একসাথে হলে পৃথিবী বদলে যাবে। পুতিন ও কিম জং উনের কোলাকুলির পর এই কোলাকুলিই হবে পৃথিবীর গুরুত্বপুর্ণ কোলাকুলিগুলো মধ্যে একটি।‘

৩৯৬ পঠিত ... ১৮:০৫, আগস্ট ২০, ২০২৩

Top