চাঁদে গেলে ক্রিস্টিনা কোচকে একবেলা ডালভাত খাওয়ার আমন্ত্রণ জানালেন সাঈদী

৭১৯ পঠিত ... ১৬:০৫, এপ্রিল ০৮, ২০২৩

saidi

প্রথম নারী নভোচারী হিসেবে ২০২৪ সালে চাঁদে যাবেন ক্রিস্টিনা কোচ। প্রায় পাঁচ দশক পর চাঁদে নভোচারী পাঠানোর উদ্যোগ নেওয়ার ফলেই এমন সুযোগ হতে যাচ্ছে তার। ক্রিস্টিনা কোচ চাঁদে যাচ্ছেন শোনার পর তাকে নিজের বাড়িতে একবেলা ডালভাত খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন চাঁদের স্থানীয় বাসিন্দা সাঈদী। চাঁদে নিজের বাড়ির ছাদে বসে ভুয়া টুইটার অ্যাকাউন্ট দিয়ে টুইট করে এ আমন্ত্রণটি জানান তিনি।

 

আমন্ত্রণ পাওয়া সম্পর্কে ক্রিস্টিনা কোচের অনুভূতি জানার জন্য তাকে ফোন করা হলে তিনি বলেন, ‘চাঁদে যাওয়ার আগেই তো দেখি আমার চানকপাল! যেকোনো জায়গায় গিয়েই আমি সবসময় চেষ্টা করি সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে গিয়ে কিছুটা সময় কাটানোর। ভেবেছিলাম চাঁদে এমন সুযোগ নেই, কিন্তু সাঈদী সাহেবকে ধন্যবাদ। আমার মনের কথা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। তবে একটা অনুরোধ, ডাল-ভাতের সাথে একটু আলুভর্তা রাখতে পারলে খুব ভালো হয়। আমার আবার আলু ভর্তা ছাড়া খাওয়াই হয় না।‘  

 

অন্যদিকে শুধু ক্রিস্টিনা কোচকে একা আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এই চন্দ্র অভিযানের অন্য তিন নভোচারী। বাকি দুইজন কথা বলতে রাজি না হলেও ভিক্টর গ্লোভার আমাদের বলেন, ‘এইটা কী ধরনের দু-মুখো নীতি? এতটা পথ পাড়ি দিয়ে যাবো তো আমরা সবাই, কিন্তু শুধু ক্রিস্টিনাকেই একা দাওয়াত কেন দেওয়া হলো! আমাদের দোষটা কী? ডাল-ভাত না হোক কমপক্ষে চা খাওয়ার দাওয়াতটা তো আমরা পেতে পারতাম।‘

৭১৯ পঠিত ... ১৬:০৫, এপ্রিল ০৮, ২০২৩

Top