চাঁদের নিচে এই তারা কী? জানালেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী

৪৩৩৫ পঠিত ... ১২:৩২, মার্চ ২৫, ২০২৩

Saidi

চাঁদের নিচে এক বিন্দু নিয়ে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। গবেষকরা বলছেন, ‘এমন ঘটনা কেয়ামতের লক্ষণ।‘ কেয়ামতের লক্ষণসমূহের বরাত দিয়ে এক গবেষক নিজের ফেসবুক আইডিতে জানিয়েছেন, ‘যে বছর কেয়ামত হবে সে বছর রোজা হবে শুক্রবারে আর চাঁদের নিচে দেখা যাবে একটি তারা। পুরো লক্ষণগুলোই হুবহু মিলে যাচ্ছে এই বছরের সাথে।‘

 

বিষয়টির সত্যতা জানার জন্য আমরা চাঁদে অবস্থানরত আমাদের নিজস্ব প্রতিবেদক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে যোগাযোগ করি। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আমাদের এই প্রতিবেদক চাঁদে অবস্থান করছেন।  

চাঁদের নিচের বিন্দু সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটি চাঁদের একশিরা। নইলে একটা বিন্দু থাকবে কেন? দুইটা বিন্দু থাকতো।’

চাঁদের এই বিন্দু আসলেই কোনো রোগ কিনা? জানতে চাইলে আমাদের প্রতিবেদক শুরুতে কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর বলেন, ‘হ। একশিরা তো রোগই। তবে আমার কাছে ঔষধ আছে। নিয়মিত খাইলে লক্ষণ কাটা যাবে।’

তবে পৃথিবীর মেয়েদের বেপর্দা চলাফেরার কারণে চাঁদের একশিরা দেখা দিয়েছে বলে জানান তিনি। ভদ্রলোক বলেন, ‘জিন্স-টিশার্ট পইরা এমনে মেয়েরা রাস্তাঘাটে ঘুরলে তো কেয়ামত হবেই। তার উপর দেখলাম, মেয়েরা নাকি পোশাকের স্বাধীনতাও চাচ্ছে। কেয়ামতের সব কারবার তো তোমরা করে রাখছো।‘

৪৩৩৫ পঠিত ... ১২:৩২, মার্চ ২৫, ২০২৩

Top