বাংলাদেশেও ৪ দিন অফিস ও ৩ দিন ছুটি চান কক্সসবাজারের ট্যুরিস্ট ব্যবসায়ীরা

২৭৮ পঠিত ... ১৬:৫৪, জুন ১৬, ২০২২

4-din-chuti

সপ্তাহে ৪ দিন অফিস, ৩ দিন ছুটির ট্রায়াল শুরু করেছে যুক্তরাজ্যের ৭০টি প্রতিষ্ঠান। বাংলাদেশেও এমন নিয়ম চালু করা যায় কি না তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে কোন ধরনের আলোচনার ধার না ধেরে বাংলাদেশেও সপ্তাহে ৩ দিন ছুটি চাওয়ার কথা জানালেন কক্সবাজারের ব্যবসায়ীরা। রিফাত রহমান নামের এক অবিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কর্মীদের মানসিক সুস্থতার দিকে নজর রাখার জন্য এমন দাবি তুলেছেন বলে জানান কক্সবাজারের এক হোটেল ব্যবসায়ী। তিনি বলেন, ‘সপ্তাহে ৬ দিন অফিস এক প্রকার মানসিক অত্যাচার। এই মানসিক অত্যাচার থেকে কর্মীদের রেহাই দেয়া উচিত। সপ্তাহে ৩ দিন ছুটি দিবেন। তারা প্রতি সপ্তাহে কক্সবাজার ঘুরতে আসবে। তবেই না এগিয়ে যাবে দেশ।‘

এই সময়ে একটু গোপনে তিনি জানান, ‘ছুটি দেয়ার পাশাপাশি এই তিনদিন কক্সবাজারে ঘুরতে আসা বাধ্যতামূলক করা উচিত। তারা সমুদ্রের পানি দেখতে আর আলুভর্তা-ডাল খেয়ে গিয়ে আবার কাজে লেগে যাবে।‘

এমন সিদ্ধান্ত দেশের শিল্প-ঐতিহ্য ও প্রান্তিক কুটির শিল্পকে বাঁচিয়ে রাখবে বলেও মত দেন অনেকে। এমন একজন বলেন, ‘বছরে দু-একবার মানুষ ৩ দিনের ছুটি পায়। তখন আমরা ৪০০ টাকার স্পেশাল আলুভর্তা বানাই। এখন প্রতি সপ্তাহে ছুটি থাকলে প্রতি সপ্তাহেই বানাতে পারবো। আমাদের এই ৪০০ টাকার আলুভর্তা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য হলেও এই নিয়ম চালু করা উচিত।‘

হোটেল ব্যবসায়ীরাও এমন দাবির পক্ষে নিজেদের নৈতিক অবস্থানের কথা জানিয়েছেন। তারা বলেন, ‘ছুটি দেন। তারা ঘুরতে আসুক। কথা দিচ্ছি, আমরা হোটেল ভাড়া বাড়িয়ে নিবো না।‘

২৭৮ পঠিত ... ১৬:৫৪, জুন ১৬, ২০২২

Top