নিউইয়র্কে আওয়ামী-বিএনপি মারামারি: টিয়ার গ্যাস মারতে বাংলাদেশ থেকে রওনা হলো ৫০ পুলিশ কর্মকর্তা

৫১৫ পঠিত ... ১৪:৪২, সেপ্টেম্বর ২০, ২০২১

NY-police-teargas

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের পক্ষে ও বিপক্ষে আওয়ামী-বিএনপি কর্মীদের সংঘর্ষে গত শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দফায় দফায় হামলা, পাল্টা-হামলা, ধাক্কাধাক্কি আর কিল-ঘুষির ঘটনা ঘটেছে। এর ফলে সকাল আটটা থেকে দশটা নাগাদ পৌর এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় ভীষণ মজা পেয়েছেন জ্যাকসন হাইটসের অধিবাসীরা। তারাও এ সময় দূর থেকে হাত তালি দিয়েছেন। মাইকেল স্মিথ (১২) নামের এক কিশোর eআরকিকে জানায়, 'অনেকদিন পর বুল ফাইটের মতো এমন চুলাচুলির ফাইট দেখলাম। খুব ভালো লেগেছে। আমিও স্লোগান দিতে যেতে চাইছিলাম, মা পারমিশন দেয়নি। কয়েকদিন পর পর এমন প্রোগ্রাম হলে খুব মজা হবে...'

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানার এক যুগান্তকারী উদাহরণ এই মারামারি। তবে বিদেশে ঘটে যাওয়া এই মারামারি দেশে ভিন্নরকম প্রতিক্রিয়ার উত্থান ঘটায়। জানা গেছে, এই মারামারিকে কেন্দ্র করে গাজীপুর, চাঁদপুর ও ময়মনসিংহসহ আরও তিনটি জেলায় মারামারি হয়েছে। বিদেশে তেমনভাবে কেউ আহত না হলেও এই মারামারিকে কেন্দ্র করে ঘটা মারামারিতে আহতের সংখ্যা পাঁচ।

ইতোমধ্যে টিয়ার গ্যাস ও রাবার বুলেট মারার জন্য দেশ থেকে ৫০ জন পুলিশ কর্মকর্তা জ্যাকসন হাইটসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে যে বিমানে তারা গিয়েছেন, তার ডানাতে লুকিয়ে লুকিয়ে কিছু আওয়ামীলীগ ও বিএনপি সমর্থক'কে ঝুলতে দেখা গেছে। জানা গেছে, নিউইয়র্কের মারামারিতে অংশগ্রহণ করতেই তাদের এই ত্যাগ-তিতিক্ষা...

৫১৫ পঠিত ... ১৪:৪২, সেপ্টেম্বর ২০, ২০২১

Top