ইভ্যালির বিজনেস মডেল পাচ্ছে 'ডেসটিনি ২.০ বিজনেস অ্যাওয়ার্ড'

১৯৫৭ পঠিত ... ১৩:৫১, জুন ২৭, ২০২১

evaly destiny

বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে নিজেদের পুরোনো বোতলে নতুন মদ স্টাইলে তুলে ধরার জন্য ডেসটিনি ২.০ বিজনেস অ্যাওয়ার্ড পাচ্ছে ইভ্যালি। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।

সাইক্লোন অফারের আওতায় ৬০% ছাড় মূল্যে আজকে অর্ডার করলে ৩ মাসের ভেতর অ্যাওয়ার্ডটি ইভ্যালির অফিসে পৌঁছে যাবে বলেও সূত্রটি থেকে জানা যায়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, 'ইভ্যালি ইতোমধ্যে ডেসটিনিকে ছাড়িয়ে গেছে। ইভ্যালির যেই পরিমাণ ঋণ, ডেসটিনির সব গাছ মিলায়া এত পাতাও ছিলো না। একটি ভিন্ন ধারার উত্তরাধিকার হিসেবে ইভ্যালিই এমন অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য উত্তরসূরি।'

মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসার ঐতিহ্য ধরে রেখে এই সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে ইভ্যালির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন তারা। তারা বলেন, 'আমরা তো ভাবছিলাম হারাইয়া গেছি। কিন্তু ইভ্যালির মত মেধাবী প্রজন্ম আমাদের সেই আশা টিকিয়ে রেখেছে। এখন অন্তত আশা করা যায়, ইলন মাস্ক মঙ্গলে মানববসতি স্থাপন করলে সেখানেও আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো।'

উদ্ভাবনী দক্ষতায় ডেসটিনি থেকে ইভ্যালিকে এগিয়ে রাখছেন ডেসটিনির এক পিএইচডি হোল্ডার। তিনি বলেন, 'আমরা তো মানুষকে শুধু গাছ দেখাইছিলাম। ওরা টিভি, ফ্রিজ, বাইক, ক্রিপ্টোকারেন্সি, লিনিয়ার অ্যালজেব্রা, মেশিন লার্নিং, ব্লকচেইন কত কী দেখাচ্ছে! ইভ্যালিতে চাকরি করা সবাই তো এক একজন ডাবল পিএইচডি হোল্ডার।'

এ পর্যায়ে ইভ্যালিকে অর্থনীতিতে নোবেল দেয়ার পক্ষেও মতামত দেন তিনি।

১৯৫৭ পঠিত ... ১৩:৫১, জুন ২৭, ২০২১

Top