ফেসবুক-টুইটারে আজীবন ব্লক খাওয়ার পর এবার টিকটক খুলবেন ডোনাল্ড ট্রাম্প

৭৯৯ পঠিত ... ১৮:৪৩, জানুয়ারি ০৯, ২০২১

 

উস্কানিমূলক পোস্ট প্রচারের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটর একাউন্ট আজীবনের বন্ধ করে দিয়েছে ফেসবুক ও টুইটর কর্তৃপক্ষ। এমন কঠিন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরতে টিকটকে একাউন্ট করবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প।

ইউটিউবে ৫ ঘন্টা যাবত টিকটক ভিডিও দেখার পর তিনি বলেন, 'টিকটক সম্পর্কে জানছি। ভিডিও দেখে মনে হচ্ছে ওটাই আমার জন্য সেরা প্লাটফর্ম। ইতোমধ্যে টিকটক স্ট্যান্ডার্ডে আমার বেশ কিছু ভিডিও আছে। শুরুতে ওগুলো দেবো।'

টুইটার ও ফেসবুককে ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেন, 'ওরা আমার একাউন্ট বন্ধ না করলে আমার শক্তির জায়গা টিকটকটা খুঁজেই পেতাম না।'

বাংলাদেশের জনপ্রিয় টিকটকার অপু ভাই ও মামুনকে নিজের টিকটক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার কথা ভাবছেন তিনি। ট্রাম্প বলেন, 'তাদের বিষয়ে অনেক শুনেছি। আমার মত তাদের চুলও সাদা। জিনিসটা মজা লাগলো। ওদেরকে সাথে নিজেই আমেরিকাকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবো।'

টিকটকের জেন্ডার পরিবর্তন ফিচারটিকে বেশি পছন্দ করেছেন ট্রাম্প। তিনি বলেন, 'এক ইন্ডিয়ান ছেলে দেখলাম মুহূর্তেই ছেলে থেকে মেয়ে হয়ে যায়। দারুণ। টিকটক আমাকে ব্যান করে দিলে মেয়ে হয়েই একাউন্ট চালিয়ে যেতে পারবো।'

কিন্তু টিকটক তো চায়নার? এমন প্রশ্ন করলে ট্রাম্প একটু বিব্রত হয়ে বলেন, 'মান-অভিমান ভুলে সামনে এগোতে হবে। অতীতের কথা আমি আর মনে রাখতে চাইনা চাইনা চাইনা...'

৭৯৯ পঠিত ... ১৮:৪৩, জানুয়ারি ০৯, ২০২১

Top