জিডিপিকে ভারতকে হারাবে বাংলাদেশ, ভয় শুধু লাস্ট ওভারের...

৪১২ পঠিত ... ১৮:৩২, অক্টোবর ১৯, ২০২০

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরেই মাথাপিছু জিডিপিতে ভারতকে হারাতে পারে বাংলাদেশ। ভারতকে হারানোর এমন দারুণ খবরে দেশের মানুষের ভেতর ঠিক স্বস্তি লক্ষ্য করা যায়নি। বরং লাস্ট ওভারে কী হবে? এমন টেনশনে অস্তির সময় পার করছেন অনেকে।

বাংলাদেশের অতিত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, যতবারই বাংলাদেশ ভারতকে হারানো সম্ভাবনা তৈরি করেছে প্রতিবারই নো বল, দুই বলে দুই উইকেট, কিংবা লাস্ট বলে ছয় মেরে ভারত জিতে গিয়েছে। জিডিপিতে ভারতকে হারানোর ক্ষেত্রেও এমন ভয় ঝেঁকে বসেছে অনেকের মনে।

'ঘরপোড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়' প্রবাদটি মনে করিয়ে দিয়ে ফেসবুকে কাজি সাবির বলেন, 'বিশেষজ্ঞরা বলছেন ২০২১ সালে বাংলাদেশ জিডিপি’তে ভারতকে হারিয়ে দিবে! খালি ভয় একটাই শেষ ওভারে হয় ভারত পরপর দুই বলে দুই উইকেট নিয়ে নিবে অথবা শেষ বলে ছয় মেরে হারিয়ে দিবে!'

'শুধু লাস্ট ওভার না, পুরো ইনিংস জুড়েই আসলে টেনশন' এমনটা মনে করিয়ে দিয়ে একজন বলেন, 'ইনিংসের মাঝে নো বল, ধনি বুদ্ধিদীপ্ত স্ট্যাম্পিং কিংবা ক্ষুরধার ক্যাম্পটেন্সি, জিডিপিতে হারানো যাবে না। হুদাই আর্লি সেলিব্রেশন করে মুশফিক হতে চাই না।'

'কোনভাবে যদি ভারতকে ধরাশায়ী করাও যায়, থামানো যাবেনা মুশফিক, মাহমুদুল্লাহকে' এমন ভয়ও আছে অনেকের মাঝে। তবে পাপন বলেন, 'আমি মুশফিককে ছক্কা মারতে বলে দিবো। জিডিপির বলটা ও ছক্কা মেরে বাংলাদেশ সরকারের মুখ উজ্জ্বল করবে।'

এমন সম্ভাবনার পরও সত্যিকার অর্থে স্বস্তি খুঁজে পাচ্ছে না জনগণ। এমনই একজন বলেন, 'জিডিপির আগের দিন বা জিডিপির মাঝে মোদির ফোন কে ঠেকাবে?'

৪১২ পঠিত ... ১৮:৩২, অক্টোবর ১৯, ২০২০

Top