ভয়ে আছে আমেরিকান মিমাররা, বাংলাদেশের স্টাইলে যেকোনো সময় মামলা করবেন জানালেন ট্রাম্প

পঠিত ... ৪৮ মিনিট আগে

10thumb

সম্প্রতি বেশ কিছু স্যাটায়ার এবং মিম পেইজের বিরুদ্ধে মামলা করেছেন ডাকসু ভিপি। বিষয়টি নিয়ে দেশে হইচইয়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও চলছে মাতামাতি। ডাকসু ভিপির এমন উদ্যোগকে অনেকে সমালোচনা করলেও একে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বাংলাদেশের স্টাইলে নিজ দেশের মিমারদের বিরুদ্ধে যেকোনো সময় মামলাও করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। একটি সম্পূর্ণ ভূয়া তথ্যসূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

ট্রাম্পের এমন হুমকি শোনার পর থেকেই বেশ আতংকে দিন কাটাচ্ছেন আমেরিকান মিমাররা। তাদের কেউ কেউ নিজেদের প্রোফাইল থেকে ‘ডরে আমার শরীর কাঁপতাছে’ মিমটিও পোস্ট করেন। এক মার্কিন মিমার নিজের পরিচয় গুপ্ত রেখে সাংবাদিকদের বলেন, আমরা তো এতদিন ভেবেছিলাম ট্রাম্প শুধু টুইটারেই ভয় দেখায়। কিন্তু মানুষটা যে বাংলাদেশি মামলা–সংস্কৃতি ইমপোর্ট করতে শুরু করবে— এটা স্বপ্নেও ভাবিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে নিজের ফেক আইডি থেকে ট্রাম্প শুরুতেই সাদিক কায়েমকে ধন্যবাদ দেন। এরপর তিনি সাদিক কায়েমের উদ্দেশ্যে বলেন, বুঝেছো উপেন, বাক-স্বাধীনতা লইবো কেড়ে! এই পথে তোমাকে পেয়ে ভালো লাগতেছে। ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখা প্রতিটি পটেনশিয়াল ফ্যাসিস্টের জন্য তুমি অনুপ্রেরণা হয়ে থাকবে। তুমি শুধু জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড না, একদিন তুমি ফ্যাসিস্ট বানানোর মাস্টারমাইন্ড হবা বলেই আমার বিশ্বাস। প্রাউড অফ ইউ মাই বয়! 

পঠিত ... ৪৮ মিনিট আগে

Top