প্রাগৈতিহাসিক প্রাণী ডায়ার উলফকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফিরিয়ে এনেছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। ১০ হাজার বছর আগে বিলুপ্ত হওয়া হিমযুগের এই ভয়ংকর শিকারী প্রাণীকে ফিরে পাওয়ার খবরে যেমন বিস্মিত বৈজ্ঞানিক মহল, তেমনি চমকে গেছেন রাজনৈতিক বিশ্লেষকরাও—
এক মিথ্যা সূত্র জানায়, গত আগস্টে পালিয়ে যাওয়া গণহত্যাকারী আপা এই বিজ্ঞানীদের সাথে যোগাযোগ স্থাপনের প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য; ডায়ার উলফ যদি ফিরে আসতে পারে, তাহলে তিনি কেন পারবেন না?
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক গবেষক জানিয়েছেন, আমরা প্রাণী নিয়ে কাজ করছি, রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে নয়। তিনি আরও বলেন, উনি আমাদের ল্যাবে একাধিকবার মেইল পাঠিয়েছেন, এমনকি একবার ‘ডায়ার আপা’ নামে একটি জেনেটিক প্রজেক্টের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু আমরা তাকে প্রতিবারই রিজেক্ট করেছি।
অন্যদিকে আপা সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, আমি চেয়েছিলাম ডিসেম্বরে চট করে ঢুকে যাব। কিন্তু, আমার জন্য ঢুকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমার একমাত্র আশ্বাস এই বিজ্ঞানীরাই। তারা যদি আমার জিনের সাথে কারও জিন মিলিয়ে জিনের মধ্যে কিছু করে আমাকে দেশে ফেরত নিয়ে যায় তাহলেই হবে! আমি অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, ওই পাশ থেকে কোনো রেস্পন্স আসেনি। তবে আমি আমার চেষ্টা চালিয়েই যাব।
অন্যদিকে, নাগরিক সমাজ বলছে, বিলুপ্ত প্রজাতির প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু গণহত্যার দায় এড়িয়ে ফেরার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।