চিকিৎসাবিজ্ঞানে আবিষ্কার হলো নতুন রোগ; ওয়াকারোসিস স্টোনোসিস

১৭৮৯ পঠিত ... ১৬:৪৩, মার্চ ২২, ২০২৫

14

চিকিৎসাবিজ্ঞানের আবিষ্কার একটি নেভার অ্যান্ডিং প্রসেস। এই চমকপ্রদ পেশায় গবেষকরা নিত্য নতুন।

উদ্ভাবন করেন নতুন জীবাণু, রোগ, ওষুধ এবং প্রতিষেধক। তবে প্রক্রিয়ার অংশ হিসাবে নয়, বরং হুট করেই দেশে আবিষ্কার হয়েছে নতুন অসুখ 'ওয়াকারোসিস স্টোনোসিস'।

সাধারণত কোনো রক্তনালি সরু হয়ে যাওয়ার সমস্যাটিকে বলা হয় স্টেনোসিস। কাছাকাছি নাম হলেও নতুন অসুখটি, মানে স্টোনোসিস কিন্তু স্টেনোসিস থেকে বেশ আলাদা। স্টোনোসিস হলো বুকে পাথর জমার প্রক্রিয়া। এর আগে পিত্তথলি, কিডনি কিংবা মূত্রথলিতে পাথর জমতে পারলেও বুকে পাথর জমার নজির এই প্রথম। ওয়াকিং (walking) অবস্থায়, মানে হাঁটতে হাঁটতে এই পাথর হঠাৎ করে বাসা বাঁধতে পারে আপনার বুকে। আপনি আঁচ করার আগেই এই পাথর যা করার করে ফেলে। প্রথমে মাইক্রো সাইজের পাথর হলেও ধীরে ধীরে এর আকৃতি পরিবর্তন হয়ে বিশালাকার ধারণ করতে পারে।

এই রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকের মধ্যে অদ্ভুত এক ভারী অনুভূতি, প্রিয় কাউকে হারানোর অদৃশ্য চাপা কষ্ট কিংবা কোনোকিছু পাওয়ার অতিরিক্ত লোভ।

এক নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক বলেন, বুকে পাথর জমার বিষয়টি এতদিন কাব্যিক ব্যাপার বলে ধরে নেওয়া হলেও বর্তমানে গবেষণা বলছে, এটি আসলেই বিজ্ঞানসম্মত। যেসব প্রেমিক-প্রেমিকাদের 'বুকে ভার লাগছে' শুনে আমরা পাত্তা বা চিকিৎসা দেইনি, স্রেফ ইমোশনাল আউটবার্স্ট বলে ধরে নিয়েছি—তাদের কাছে আমরা আন্তরিকভাবে দু:খিত।

এই রোগের ঝুঁকিতে আছেন যারা চল্লিশ বছর বা তারও বেশি সময় ধরে চাকুরি করছেন, যাদের উইসডম এবং এক্সপেরিয়েন্সের পরিমাণ এত বেশি যে প্রায়ই তা বরে শাপ হয়ে দাড়ায়। তাই নির্দিষ্ট বয়সের পর বিশ্রাম নিন, চাকুরি থেকে অবসর নিন, ওয়াকারোসিস স্টোনোসিস থেকে মুক্ত থাকুন।

১৭৮৯ পঠিত ... ১৬:৪৩, মার্চ ২২, ২০২৫

Top