ভূত এফএমে ডাক পেলেন ইলিয়াস হোসেন

৭১৮ পঠিত ... ১৭:৩১, নভেম্বর ৩০, ২০২৪

20 (7)

দীর্ঘ বিরতির পর রেডিও ফুর্তির জনপ্রিয় শো ভূত এফএম আবারও ফিরছে নতুন আঙ্গিকে। জেনারেশন জেডের জন্য আধুনিক অডিও-ভিজ্যুয়াল মাধ্যমের কথা মাথায় রেখে ইউটিউব-ভিত্তিক শো প্রডিউস করার পরিকল্পনা করছে ফুর্তি কর্তৃপক্ষ। তবে শোয়ের উপস্থাপক হিসেবে কে থাকবেন, তা নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেছে, শোটির ভৌতিক পরিবেশ ধরে রাখার জন্য ইলিয়াস হোসেনকে প্রস্তাব দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশের ভাইরাল সাংবাদিক ইলিয়াস হোসেনের নাম শুনলেই অনেকের মাথায় প্রথমে আসে তার গর্জনময় কণ্ঠ, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে  থ্রিলার মিউজিক এবং এমন এক পরিবেশ, যেখানে মনে হয় পর্দার পেছনেই কেউ লুকিয়ে আছে, চোখ বন্ধ করলেই এসে ছুড়ি দিয়ে পোচ দিয়ে যাবে। ইলিয়াস হোসেনের উপস্থাপনায় তৈরি হওয়া এমন ভৌতিক পরিবেশকেই কাজে লাগাতে চায় ভূত এফএম।  এছাড়া কাল্পনিক গল্পে মানুষের হৃদয়ের কাঁপন ধরিয়ে দেয়ার ক্ষেত্রেও ইলিয়াস সারাবিশ্বে একজনই।

আমাদের শ্রোতারা বহুদিন ধরে অভিযোগ করছে, আগের মতো আর ভয় পাচ্ছে না। গল্পগুলোর মধ্যে আর থ্রিলিং ব্যাপারটাই নাই বলে তারা অনেক আগে থেকেই ভূত এফ এম শোনা ছেড়ে দিয়েছেন। তাই আমরা এমন কাউকে খুঁজছিলাম, যার কথা শুনলেই মেরুদন্ডের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। তখনই মনে পড়লো ইলিয়াস ভাইয়ের কথা, উনি ছাড়া আর কেউ জমাতেই পারবেন না, যেকোনো ঘটনাকে থ্রিলিং গল্পে রুপ দেয়া এক মাত্র উনার কাছেই সম্ভব, জানালেন ভূত এফএমের নতুন প্রযোজক।

এ বিষয়ে ইলিয়াস হোসেন বলেন, আমি তো এমনিতেই রাজনৈতিক পটভূমি নিয়ে কাজ করি। রাজনীতির মাঠে প্রত্যেকটা নেতাই একেকটা ভূত, মামদো ভূতের মত কেউ কেউ, কেউ কেউ শাক চুন্নির মত, এদের নিয়ে কথা বলতে আজকাল ভালোই লাগে, আশা করি ভূত এফএমে গেলে আরো ডেঞ্জারাস কিছু ভূত সম্পর্কে জানতে ও জানাতে পারব। 

একজন ইলিয়াস হোসেন ভক্ত ফেসবুকে লিখেছেন, ইলিয়াস ভাই যদি ভূত এফএম করা শুরু করেন, তাহলে আমাদের মহল্লায় প্রতি শুক্রবার একটা গরু জবাই করে প্রজেক্টরে শো দেখব। ইলিয়াস ভাই এতদিন রাজনীতির গোমর ফাঁস করতেন, এবার ভূতের গোমর ফাঁস হবে। আমি তো নিশ্চিত, এই মামদো ভূত-টুত কিছুই না। ছোটবেলায় সন্ধ্যার পর খেলতে যাওয়া মানা করার জন্য বাবা-মায়েরা এসব ভূতের গল্প শুনিয়ে আমাদের ভয় দেখাত। ইলিয়াস ভাই আসলে সব সত্যি বের হয়ে আসবে। দেখবেন, সত্য একদিন ঠিকই প্রমাণ হবে।

ভূত এফএমের নতুন রূপে ইলিয়াস হোসেনের উপস্থিতি দর্শকদের কতটা রোমাঞ্চিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

৭১৮ পঠিত ... ১৭:৩১, নভেম্বর ৩০, ২০২৪

Top