ডিপার্টমেন্ট অফ মিম, ঢাবির এই ডিপার্টমেন্ট চেনেন?

৮৭৯ পঠিত ... ১৭:৩২, জুন ১৩, ২০২৩

ডিপার্টমেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাসের ওপর হেঁটে গেলেও যে জ্ঞান অর্জন করা যায়, তা তো নিশ্চয়ই আপনার জানা আছে? ঢাবির নামিদামী সব ডিপার্টমেন্টের বারান্দা দিয়ে হেঁটে গেলেও নাকি জ্ঞান বাবাজি আপনার মস্তিষ্কে ঢোকার জন্য মুখিয়ে থাকবে! ঢাবির এমনই বিখ্যাত কিছু ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গণিত, পদার্থবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মিম বিভাগ সহ আরো অনেক জানা-অজানা, কাজের-অকাজের বিভাগ।

জ্বী, ঠিকই পড়েছেন, ঢাবিতে এসেছে নতুন বিভাগ, নাম তার 'Department of Memes, Dhaka University'। মিমের শুরু যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই এই বিভাগের ক্লাসরুম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফেসবুক পেইজকে। সেথায় নিয়মিত ঢাবিসহ আরও নানা বিশ্ববিদ্যালয়ের নানা ঘটন-অঘটন নিয়ে তৈরি হয় মিম। মিম ডিপার্টমেন্টের কারিকুলামের মধ্যে যেমন রয়েছে রাজনৈতিক মিম, তেমনি আছে Gen-z মিম। তবে ঢাবির এই অভিনব মিম ডিপার্টমেন্ট থেকে সম্মান শেষ করে বের হলে আপনি নিজেকে গর্বিত ঢাবিয়ান বলে পরিচয় দিতে পারবেন কিনা সে বিষয়ে আমরা অবগত নই!

ঢাবির এই ডিপার্টমেন্টে একদমই অন্য সকল ডিপার্টমেন্টের মতো না। সেটা আপনি পেজটির মিম দেখলেই বুঝতে পারবেন। অন্যান্য সব ডিপার্টমেন্টের মতো সবসময় বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করার পরিবর্তে তারা বানায় মিম। সেই মিমেও প্রশংসা থাকে না, থাকে বিশ্ববিদ্যালয়ের নানান অসঙ্গতি, অব্যবস্থাপনা, গণরুম, গেস্টরুম কালচারসহ নানান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। 

আপনার মনে হতেই পারে, যে দেশে ফেসবুকে দু'টো কথা বলতে গেলে DSA অ্যাক্ট এসে ঘাড়ের ওপর দম ফেলতে থাকে, সেখানে ঢাবিতে কী করে 'ডিপার্টমেন্ট অফ মিমস' নামে একটা বিভাগ চালু হয়ে যেতে পারে! বিশ্বাস না হলে এখনই দেখে নিন ডিপার্টমেন্ট অফ মিমস-এর কারিকুলাম থেকে তুলে নেওয়া কিছু মিমস। এমন জনপ্রিয় একটি বিভাগকে ঢাবি স্বীকৃতি না দিলেও 'ডিপার্টমেন্ট অফ মিমস' কিন্তু খুব শিঘ্রই পেয়ে যেতে পারে মার্ক জাকারবার্গের ব্লু ব্যাজের স্বীকৃতি!

 

১#

350095681_817513526558821_9192105804830721603_n

 

২#

352244431_1052145529080280_6609411330656762580_n

 

৩#

348363483_1343246936226285_6800752369956426336_n

 

৪#

354064924_809055000614573_4894332635568878163_n

৮৭৯ পঠিত ... ১৭:৩২, জুন ১৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top