শামীম শিকদার, জানা-অজানা

১৩৪৩ পঠিত ... ১৬:৩৮, মার্চ ২৩, ২০২৩

শামীম-শিকদার,-জানা-অজানা

ষাট ও সত্তরের দশকের ঢাকায় শামীম শিকদার ছিলো এক আলোচিত নাম। দুর্দান্ত এই ভাস্কর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকও। টিএসসির পাশে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ,জগন্নাথ হলের ‘স্বাধীনতার সংগ্রাম’ সহ বেশ কিছু আলোচিত ও অনুপ্রেরণা ভাস্কর্যের ভাস্কর ছিলেন তিনি। ২০০ সালে পেয়েছেন একুশে পদকও। গত ২১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। শামীম শিকদার সম্পর্কে কিছু জানা-অজানা জেনে নেয়া যাক আজকে।

১# ভাস্কর হিসেবে তো আলোচিত ছিলেনই শামীম শিকদার। পাশাপাশি নিজের মতো করে চলাফেরা ও পোশাক পরিচ্ছেদের জন্য ঢাকায় বেশ আলোচিত ছিলেন তিনি। পরতেন জিন্স, শার্ট, পায়ে কেডস। পকেটে একটা পিস্তলও রাখতেন তিনি।

 

২# শামীম শিকদার ছিলেন বাংলাদেশের আরেক বিপ্লবী আলোচিত সিরাজ শিকদারের বোন।

 

৩# ধারণা করা হয়, লেখক আহমদ ছফার ‘অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী’ বইয়ের দূরদানা চরিত্রটি শামীম শিকদারের ছায়া অবলম্বনেই সৃষ্টি। আহমেদ ছফা শামীম শিকদারের প্রেমেও পরেছিলেন, বিয়ে করতেও চেয়েছিলেন। কিন্তু দু’জনের মধ্যে প্রেম ছিলো কিনা সে বিষয়ে নিশ্চিৎ হওয়া যায়নি।

Swaparjita_Swadhinata_-_Sculpture_by_Shamim_Shikdar_-_University_of_Dhaka_Campus_-_Dhaka_2015-05-31_2413

৪# ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতাসংগ্রাম’-এ শামীম শিকদারের করা ১১৬টি ভাস্কর্য রয়েছে। এখানে আরও ১৩৪টা ভাস্কর্য করার পরিকল্পনা নিয়েই দেশে এসেছিলেন তিনি।

shadhinota-BG20170314164518

৫# অসংখ্য ভাস্কর্য নির্মাণের পাশাপাশি শামীম শিকদার গ্রন্থ রচনা করেছেন বেশ কিছু। যেমন ‘ইনার ট্রুথ অব স্কাল্পচার: আ বুক অন্য স্কাল্পচার’ , ‘স্কাল্পচার কামিং ফ্রম হ্যাভেন, কনটেম্পোরারি আর্ট সিরিজ অব বাংলাদেশ।‘

2021-12-29

১৩৪৩ পঠিত ... ১৬:৩৮, মার্চ ২৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top