নাগরীলিপিতে চা বাগানের ফলক

৪৫১ পঠিত ... ২০:৪০, নভেম্বর ৩০, ২০২১

nagorilipi

চায়ের দেশ সিলেট। বাংলাদেশের মোট ১৬৭টি চা বাগানের মধ্যে ১৩৪টি চা বাগান সিলেটেই। চা বাগানের অপরূপ সৌন্দর্যসুধা সিলেটের অপার-মহিমা, সবুজ স্নিগ্ধ এক রূপশ্রী রবীন্দ্রনাথ কথিত ‘শ্রীভূমি’। সেই সিলেটের কয়েকটি চা বাগান; দেউন্দি টি এস্টেট, দেউন্দি টি কোম্পানি, লালচান্দ টি এস্টেট, মিতিঙ্গা টি এস্টেট, নোয়াপাড়া টি এস্টেট এবং নোয়াপাড়া টি কোম্পানি। এই বাগানগুলোর নামফলকে বাংলার পাশাপাশি সিলেটি নাগরীলিপিতে নামফলক লেখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

চা বাগানের নাম সাধারণত লিখা হয় ফলকে। পাথরের উপর অথবা রড-সিমেন্ট দিয়ে তৈরী ফলকে খোদাই করে বাংলা লিপিতেই লেখা হয় নাম, এটাই দস্তুর; ব্যতিক্রম হলে ইংরেজিতে। সিলেটি নাগরীলিপির আমলেও চা বাগানের ফলকে নাগরীলিপির ব্যবহার হয়নি কোথাও।

261497012_10226726208726285_4507624698678579114_n

কিন্তু এই বার সেই উদ্যোগ নিয়েছেন ঐতিহ্যসচেতন মানুষেরা। লুপ্ত বর্ণমালাকে পুনরুজ্জীবনের এই চেষ্টাটি হচ্ছে ভাষালিপির প্রতি বাংলাদেশের মানুষের প্রেম। বিশেষত, সিলেটের মানুষের ভাষাপ্রীতি এবং ভাষা অনুরাগ যে স্বতন্ত্র, তার এক নিদর্শন হচ্ছে এই উদ্যোগ।

এই প্রচেষ্ঠার সঙ্গে যুক্তদের অভিনন্দিত করি। পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আব্দুল করিম কিম সপ্তাহখানেক আগে এই বিষয়ে আমাকে জানিয়েছিলেন। নামগুলো নাগরীলিপিতে লিখে দেওয়ার অনুরোধ করেছিলেন। তাঁকেও জানাই অভিবাদন।

---------------------
সিলেটি নাগরীলিপি নবজীবনের জার্নাল

মুস্তফা সেলিম লিখিত

 

৪৫১ পঠিত ... ২০:৪০, নভেম্বর ৩০, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top