আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে ১০টি নির্বাচিত ফ্যাক্টস

৫০৭ পঠিত ... ১৪:৪৪, নভেম্বর ০৪, ২০২০

১# গ্রোভার ক্লিভল্যান্ড হচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি টানা দুই টার্ম প্রেসিডেন্ট না হয়ে ভিন্ন ভিন্ন দুটি টার্মে প্রেসিডেন্ট ছিলেন। ১৮৮৫-১৮৮৯ পর্যন্ত প্রথম দফায় এবং ১৮৯৩-১৮৯৭ পর্যন্ত দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। মার্কিন প্রেসিডেন্টদের তালিকায় তিনি ২২ এবং ২৪তম প্রেসিডেন্ট। এজন্যই বারাক ওবামাকে ৪৪তম প্রেসিডেন্ট বলা হয়, যদিও ব্যাক্তি হিসেবে তিনি ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন।

২# ১৯৪৪ থেকে এই পর্যন্ত প্রতিটি নির্বাচনেই ওহিও স্টেটে যিনি বিজয়ী হয়েছেন, তিনিই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একমাত্র ব্যাতিক্রম ১৯৬০ সালের নির্বাচন। সেবার এ রাজ্যে রিচার্ড নিক্সন বিজয়ী হয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জন এফ কেনেডি। কোনো রিপাবলিকান প্রার্থী এ রাজ্যে বিজয়ী হওয়া ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি।

৩# অষ্ট্রেলিয়াতে নির্বাচনে কেউ ভোট না দিলে তার ৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। সিঙ্গাপুরে একবার ভোট দেওয়া মিস হলে আপনি আজীবনের জন্য ভোট দেওয়ার অধিকার হারাতে পারেন। অথচ উন্নত বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই জাতীয় নির্বাচনে সবচেয়ে কম ভোটার ভোট দেন। দেশটিতে সাধারণত ৫০-৫৫ শতাংশ ভোটার জাতীয় নির্বাচনে ভোট দেন।

৪# ট্রাম্প যদি এই নির্বাচনে জেতেন, তাহলে টানা চারজন প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার নতুন রেকর্ড হবে। যুক্তরাষ্ট্রে এর আগেও দুইবার টানা তিনজন প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছিলেন। প্রথমে থমাস জেফারসন, জেমস ম্যাডিসন এবং জেমস মনরো এবং পরে বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা এই রেকর্ড করেন।

৫# অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়। প্রথম মঙ্গলবার হলেই হবে না, তার আগেরদিন সোমবার থাকতে হবে। অর্থাৎ, নভেম্বর মাসের প্রথম সোমবারের পরেরদিন মঙ্গলবার নির্বাচন হবে। মাসের প্রথম দিন মঙ্গলবার হলে সেদিন নির্বাচন হবে না।

৬# ১৯৮৪ সালের নির্বাচনে রোনাল্ড রিগ্যান ৫০টি রাজ্যের মধ্যে ৪৯টি রাজ্যেই বিজয়ী হয়েছিলেন। এত বড় বিজয় শুধু আর একজন প্রেসিডেন্টই পেয়েছিলেন। রিচার্ড নিক্সন, ১৯৭২ সালে।

৭# রোনাল্ড রিগ্যান প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ডিভোর্সড ছিলেন। ট্রাম্প দ্বিতীয়।

৮# সবচেয়ে বেশি ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে পারেননি, এমন ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে ৫ বার। সর্বশেষ ঘটনার শিকার হিলারি ক্লিনটন। বাকি চারজন হচ্ছেন- আল গোর, গ্রোভার ক্লিভল্যান্ড, স্যামুয়েল টিলডেন এবং অ্যান্ড্রু জ্যাকসন।

৯# হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রথম নারী প্রার্থী ছিলেন না। ১৮৭২ সালে, সমগ্র যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার পাওয়ার ৫০ বছর আগে, ভিক্টোরিয়া উডহাল নামের এক নারী এই পদের জন্য প্রথম লড়াই করেছিলেন। তবে হিলারি ক্লিনটন ছিলেন মেজর পলিটিক্যাল পার্টি থেকে নমিনেশন পাওয়া প্রথম নারী।

১০# জো বাইডেন যদি এবার নির্বাচিত হন, তাহলে তিনি হবে ১৫তম সাবেক ভাইস প্রেসিডেন্ট, যিনি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বাইডেন প্রেসিডেন্ট হলে তিনিই হবেন ডেলাওয়ার রাজ্য থেকে প্রথম ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

৫০৭ পঠিত ... ১৪:৪৪, নভেম্বর ০৪, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top