হৃদয় সম্পর্কে ১০টি ফ্যাক্ট যা আপনার হৃদয় দিয়ে জানা উচিত

১১৩২ পঠিত ... ১২:২০, সেপ্টেম্বর ২৯, ২০২০

 

১# বেশিরভাগ হার্ট অ্যাটাক সোমবার সকালের দিকে হয়।

২# মেয়েদের হার্ট ছেলেদের চেয়ে মিনিটে ৮ বিট বেশি গতিতে স্পন্দিত হয় (তাও কেন বলা হয় মেয়েরা হৃদয়হীনা?)...

৩# লাল রঙের হার্ট শেইপ চিহ্নটি আমাদের সবার জানা। আইকনিক এই চিহ্নটি এসেছে সিলফিয়াম গাছ থেকে, যা আগে জন্ম নিরোধক বড়ি হিসেবে ব্যবহৃত হতো। তবে এই আকৃতির সাথে মানুষের হৃদপিন্ডের কোনো মিলই নেই, বরং এটা গরুর হৃদপিন্ডের আকৃতি এটি!

৪# ক্রিসমাস ডে বছরের সবচেয়ে কমন দিন, যখন সর্বোচ্চ হার্ট অ্যাটাক হয়!

৫# স্টেথোস্কোপ আবিষ্কার হওয়ার আগে ডাক্তারদের রোগীর বুকে কান চেপে ধরে হৃদপিন্ডের শব্দ শুনতে হতো। ১৮১৬ সালে ফরাসী ডাক্তার রেনে থিওফাইল হায়াসিন্থে লেনেক নিয়ে আসলেন স্টেথোস্কোপের নতুন আইডিয়া। এর পেছনের কাহিনীটি কিন্তু চমৎকার।
একবার এক মহিলা রোগীর বুকে কান চেপে ধরতে গিয়ে থিওফাইল রোগীর বয়স এবং শারীরিক গঠনের জন্য খুবই বিব্রতকর অবস্থায় পড়লেন। এরপরই তিনি স্টেথোস্কোপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন।
এই আইডিয়াটা রেনের মাথায় এসেছিলো ছোট বাচ্চাদের খেলা দেখে। ১৮১৬ সালের সেপ্টেম্বর মাসে, ঠাণ্ডা এক সকালে ল্যুভর প্রাসাদের আঙিনা দিয়ে হাঁটার সময় পঁয়ত্রিশ বছর বয়সী রেনে দেখেন দুটো বিদ্যালয় পড়ুয়া শিশু একটা লম্বা আর ফাঁপা কাঠ নিয়ে খেলছে। একজন এক প্রান্তে পিন দিয়ে আঁচড় কাটছে, অন্যজন আরেক প্রান্তে কান লাগিয়ে শুনছে। কাঠটি আঁচড়ের শব্দকে অ্যামপ্লিফাই করে অপর প্রান্তে পৌঁছে দিচ্ছে। এই ছোট্ট ঘটনাটিই তাঁকে তুমুল আলোড়িত করে!

৬# কাপলদের হার্টবিটের সংখ্যা প্রায় একই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। যুগলদের পরস্পরকে আলাদা রেখে পরীক্ষা চালানো হয়। এসময় তারা পরস্পর কথাও বলেননি। কিন্তু ফলাফলে দেখা গেছে, যুগলদের হার্টবিট আশ্চর্যজনকভাবে একই দেখা গেছে। এমনকি তাদের শ্বাস-প্রশ্বাসের সংখ্যায়ও মিল পাওয়া গেছে!

৭# হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন করোনারি রোগের সাথে ব্লাড গ্রুপের সম্পর্ক আছে। গবেষণায় পাওয়া গেছে, AB ব্লাড গ্রুপধারীদের হার্ট ডিজিজের সম্ভাবনা সর্বোচ্চ। এরপরের অবস্থানেই আছে ব্লাডগ্রুপ B এবং A. সবচেয়ে কম রিস্কে আছে ব্লাডগ্রুপ O।

৮# অক্টোপাসের হার্ট সংখ্যা তিনটি!

৯# হৃদয় ভাঙা বাংলা সিনেমায় শুধু বাপ্পারাজ, আলমগীরের দেখা গেলেও কিন্তু সত্যি সত্যি 'ব্রোকেন হার্ট সিনড্রোম' এর অস্তিত্ব বিদ্যমান! ভীষণ চাপ, প্রখর অনুভূতি, কিংবা প্রিয় কাউকে হারানোর বেদনায় ব্রোকেন হার্ট সিনড্রোম হতে পারে।

১০# প্রতিদিন আমাদের হার্ট যে পরিমাণ শক্তি উৎপাদন করে, তা প্রয়োগ করে একটি ট্রাক প্রায় ২০ মাইল যেতে পারে। আর সারাজীবনে এর উৎপাদিত মোট শক্তি চাঁদে ড্রাইভ করে ফেরত আসার সমান!

১১৩২ পঠিত ... ১২:২০, সেপ্টেম্বর ২৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top