বিশ্বের ধনী সাত ড্রাইভারের গল্প

২১৬৩৮ পঠিত ... ১৪:০৪, সেপ্টেম্বর ২২, ২০২০

'পেশাদার ড্রাইভার' ব্যাপারটা মানুষের কাছে খুব আকর্ষণীয় বলে লাগতে না-ও পারে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই পেশাদার ড্রাইভার হয়েও অনেকে কিন্তু চড়ে বসেছেন ধন-সম্পদের পাহাড়ে। তাদের ধ্ন-সম্পত্তির পরিমাণ দেখলে সাধারণ মানুষ তো বটেই, অনেক ধনী লোকেরও তাক লেগে যাবে। চলুন পাঠক, দেখে আসি ড্রাইভিং করে অর্থ উপার্জনে শীর্ষ সাত ব্যক্তি আসলে কারা। 

 

১# হাইস্কুলে থাকতেই পড়াশোনা ছেড়ে দেন গ্রায়েম হার্ট নামের নিউজিল্যান্ডের এক কিশোর। এরপর গাড়ির মেকানিক হিসেবে কাজ করেছিলেন। জীবনধারণে চালিয়েছেন ট্রাকও। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, গ্রায়েম হার্টের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৯.৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনিই এখন নিউজিল্যান্ডের সেরা ধনী।

২# মাইকেল শুমাখারের জন্ম ১৯৬৯ সালের ৩ জানুয়ারি, জার্মানিতে। তিনি সাতবার মোটর রেসিংয়ের ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয় করেন। খেলাধুলার ইতিহাসে তিনিই এখন পযন্ত সবচেয়ে সফল ড্রাইভার। মাইকেল শুমাখারের মোট সম্পত্তির পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার যা তাঁকে এনে দিয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ড্রাইভারের শীর্ষস্থানে।
 
৩# মাহমুদ আহমেদ দিরিয়ে গুলেদ ছিলেন সোমায়িলার একজন শরণার্থী। ১৯৮৬ সালে তিনি লন্ডনে এসে বসবাস শুরু করেন, এবং কলেজ শেষ করার পর এখানেই ট্যাক্সি চালাতে শুরু করেন। অসম্ভব পরিশ্রম এবং সাধনার পর তিনি নিজের একটি ট্যাক্সি ফার্ম খুলেছেন৷ শুরুতে খুব সাধারণ একটি ট্যাক্সি চালালেও তিনি এখন চালান ২.৮ মিলিয়ন পাউন্ডের নীল রঙের এক রোলস রয়েস গাড়ি! জানা গেছে,সোমালিয়ার পতাকার সাথে মিল রেখে তিনি নীল রঙকে প্রাধান্য দিয়েছেন।
 
৪# ধনীদের তালিকায় উপরে আছেন আমেরিকার ডেল আর্নহার্ট জুনিয়র। আমেরিকান এই স্টক রেসিং কার ড্রাইভার একই সাথে লেখক ও NASCAR গাড়ি কোম্পানির বিশ্লেষক। ফরবেস অনুযায়ী তিনি প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক!
 
৫# আইরিশ ড্রাইভার, টেলিভিশন ব্যক্তিত্ব ও ব্যবসায়ী এডি জর্ডান আছেন এই তালিকায়৷ তিনি তার নিজস্ব কোম্পানি পরিচালনা করছেন ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার!
 
৬# জেফ গর্ডন ড্রাইভিং-এর প্রতি অনুরাগ সেই চার বছর বয়স থেকে। তাঁর সৎবাবা কিনে দিয়েছিলেন একটি বিএমএক্স বাইক। সেই থেকে তিনি লেগে আছেন ড্রাইভিং এর সাথেই। বর্তমানে জেফ "NASCAR" এর শীর্ষ প্রতাপশালীদের একজন। জেফের সম্পত্তির পরিমাণ ১৫০ মিলিয়ন মার্কিন ডলার!
 
৭# বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের গাড়ির ড্রাইভার আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভার। তিনি ঢাকায় ১৫ কাঠা জমির উপর ডেইরী ফার্ম, ২৪ টা ফ্ল্যাট, ৭ তলা তিনটি ও ১০ তলা একটি বিলাসবহুল বাড়িসহ আনুমানিক ১০০ কোটি টাকার মালিক। ৮ম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা ও তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে প্রচণ্ড অধ্যবসায় ও পরিশ্রমীর এক প্রতীকী আমাদের এই আবদুল মালেক। 
২১৬৩৮ পঠিত ... ১৪:০৪, সেপ্টেম্বর ২২, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top