বাণীতে অস্কার ওয়াইল্ড : রসিক এই সাহিত্যিকের ১৪টি রসপূর্ণ উক্তি

২৬১২ পঠিত ... ১৪:৫১, অক্টোবর ১৬, ২০১৯

অস্কার ওয়াইল্ড আইরিশ কবি ও নাট্যকার। ১৮৫৪ সালের ১৬ অক্টোবর ডাবলিনে জন্মগ্রহণ করা এই শিল্পী তার ধারালো উইটের জন্যে বিশ্বখ্যাত। একই সঙ্গে প্রজ্ঞা, বুদ্ধির দীপ্তি আর হাস্যরসে পরিপূর্ণ লেখার জন্যে ওয়াইল্ড সমাদৃত। রসিক এই শিল্পীর জন্মদিনে eআরকির পাঠকদের জন্যে রইলো তার রসভান্ডারের কয়েকটি মণিমাণিক্য। 

 

১# উত্তম উপদেশের একটাই উপযোগিতা, তা হলো অন্যকে দিয়ে দেয়া। 

২# যখনই লোকে আমার সাথে একমত হয় তখনই আমার মনে হয় আমি নিশ্চয় ভুল করছি।

৩# সব সময় শত্রুদের ক্ষমা করে দাও। আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে না।

৪# বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোকেরা সবকিছুতে সন্দেহ করে, আর কমবয়সী লোকেরা সবই জানে।

৫# সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য।

৬# বিশ্ব একটা নাট্যমঞ্চ, কিন্তু নাটকের অভিনয় খুবই খারাপ। 

৭# সবসময় নৈরাশ্যবাদী লোকের কাছ থেকে টাকা ধার করবে। সে ফিরে পাওয়ার আশা করবে না।

৮# সিনিক কে? যে সবকিছুর দাম জানে কিন্তু কোনো কিছুর মূল্য জানে না।

৯# অল্প নিষ্ঠা বিপদজনক কিন্তু অধিক নিষ্ঠার চেয়ে প্রাণঘাতী আর কিছু নাই। 

১০# অল্প বয়সে আমি ভাবতাম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা; এখন এই বার্ধক্যে আমি জানি আসলেই ভাবনাটা ঠিক।

১১# জীবনের ট্র্যাজেডি মাত্রা দুটি: এক, মানুষ যা চায় তা না পাওয়া, এবং অন্যটি হলো তা পাওয়া। 

১২# প্রকৃত বন্ধুরা সামনে থেকেই চাকু মারে।

১৩# ফ্যাশন হলো এত অসহ্য এক কদর্যতা যে আমাদেরকে প্রতি ছয় মাস পর পর তা বদলাতে হয়।

১৪# উদ্ধৃতি হলো উইটের চলনসই বিকল্প। 

২৬১২ পঠিত ... ১৪:৫১, অক্টোবর ১৬, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top