জব্দ হওয়া সম্পদ যেভাবে আবার নিজের কাছে নিতে পারবেন বেনজির

৫৭২ পঠিত ... ১৭:৩০, মে ২৮, ২০২৪

11 (15)

বেনজিরের সকল ধন-সম্পদ করা হচ্ছে জব্দ। কিছুই থাকবে না আর তার। তবে, চাইলেই সব রেখে দিতে পারবেন তিনি। এখানে সম্পদ জব্দ হওয়া যত কঠিন সম্পদকে জব্দের হাত থেকে বাঁচানো ততই সহজ। কীভাবে? দেখে নিন…

 

ঘুষ: জব্দ হওয়া সম্পদ নিজের করে নেওয়ার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে ঘুষ। পৃথিবীতে ঘুষ নিতে রাজি হবে না, এমন কর্মকর্তা নেই বললেই চলে। তাই, জায়গায় জায়গায় ঘুষ দিয়ে বেনজির চাইলে সহজেই নিজের সম্পদ নিজের কাছে নিয়ে আসতে পারেন।

 

লবিং: উপরমহলের হাতে সবকিছুই থাকে। যার এত সম্পদ তার নিশ্চয়ই উপর মহলের হাতটাও এতটাই লম্বা। ওই লম্বা হাতটাকেই একটু ব্যবহার করতে হবে, দেখাতে হবে হাল্কা করে লবিং।

 

রাজনীতিতে আসা: এই পথে না আছে কষ্ট, না আছে ঝুঁকি, শুধু সুখ আর সুখ। এখন যেকোনো উপায়ে রাজনীতিতে চলে আসা হবে সবথেকে স্মার্ট মুভ! একবার ক্ষমতা পেয়ে গেলে শুধু সম্পদ কেন, দেশটাই আপনার!

 

টাকা পাচার: দেশের টাকা দেশে রাখে বোকারা। বেনজির যে একজন বোকা লোক না তা অবশ্যই আমরা জানি। তাই তার দ্বিতীয় স্মার্ট মুভ হতে পারে, সব টাকা পাচার করে বিদেশ চলে যাওয়া।

 

ক্ষমতাবান আত্মীয়-স্বজনের সাহায্য: এতদিন যে সকল আত্মীয়-স্বজনকে হাতে ধরে উপরে উঠিয়েছেন এখনই সময় তাদের পেছনে দাঁড়িয়ে সম্পদ বের করে নিয়ে আসা। তাদের কাজে লাগান, সম্পদ বের করে আনুন। কী আছে আর দুনিয়ায়…

৫৭২ পঠিত ... ১৭:৩০, মে ২৮, ২০২৪

Top