বাউল আবুল সরকার গ্রেফতার, সংস্কৃতি উপদেষ্টা ফারুকি নিজেই শোনাবেন বাউল গান

৪৯০ পঠিত ... ১৫:২৯, নভেম্বর ২৩, ২০২৫

দেশে চলমান যেমন খুশী তেমন মবিচারের আওতায় দেশের অন্যতম জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকার-কে ‘ধর্মীয় ফিলিংসে আঘাত’ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে আবুল সরকারের গ্রেফতারে যাতে বাউলশূন্য সংস্কৃতি জগতে কোনো ‘সাংস্কৃতিক শূন্যতা’ সৃষ্টি না হয়, সেজন্য স্বয়ং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মহোদয় ঘোষণা দিয়েছেন, তিনি নিজেই এবার থেকে বাউল গান গাইবেন!

ঘটনাস্থল থেকে eআরকি প্রতিনিধি জানায়, আবুল সরকারের গ্রেফতারের পর মানিকগঞ্জের বাউল আসরে যে জনসমাগম ঘটেছিল, সেখানে সৃষ্টি হওয়া গভীর সাংস্কৃতিক হা-হুতাশ ও ট্র্যাজেডি দেখে উপদেষ্টার হৃদয় কেঁপে ওঠে, সহ্য করতে না পেরে তিনি কিছুক্ষণ কান্নাকাটিও করেন। কান্নাকাতি থামিয়ে তৎক্ষণাৎ নিজের হাতে একটি একতারা নিয়ে মঞ্চে উঠে যান এবং কাঁপা কাঁপা গলায় গান ধরেন—‘আমি যারে দেখতে চাই, সে কেন গারদে রয়? ওরে বাউল, তোর গারদেই হোক ঘর...!’

আবুল সরকার গ্রেফতার হলেও বাউল গান বন্ধ হবে না, এমন আশ্বাস দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেখুন, বাউল গান আমাদের দেশের সংস্কৃতি। এটাকে তো বন্ধ করা যাবে না। তাই আবুল সরকার যখন ভেতরে চলে গেলেন, আমি ভাবলাম, এখন এই শূন্যস্থান পূরণ করবে কে? আর আমার তো মনে হয়, আবুল ভাইয়ের চেয়ে আমার 'সেন্স অব হিউমার' ভালো। আমি এমন সব বাউল গান তৈরি করব, যার কথা শুনে কেউ ধর্মীয় ফিলিংসের ধারেকাছেও ঘেঁষতে পারবে না।

দেশের সংস্কৃতি মনা মানুষকে আশ্বাস দিয়ে ফারুকী বলেন, আবুল সরকারকে গ্রেফতার করা নিয়ে আপনারা হতাশ হবেন না। আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুতই সংসদ ভবনে বাউলদের সম্মানে একটা ড্রোন শো-এর আয়োজন করবো। সামনের বছর লালনের তিরোধান দিবস আরও বিরাট করে পালন করা হবে। প্রয়োজন হলে জেলখানায় বাউল আবুল সরকারকে নিয়ে একটা ক্লোজডোর বাউল গানের আসরের আয়োজন করব।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বাউল গানকে 'ধর্মপ্রাণ মানুষের মনের মতো' করে তোলার জন্য একটি বিশেষ কর্মশালা আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, আসলে বাউলরা একটা জায়গায় ভুল করে। তারা কঠিন কঠিন তত্ত্বকথা দিয়ে মানুষকে কনফিউজ করে দেয়। কনফিউশন থেকেই ফিলিংস আঘাতের সৃষ্টি হয়! সহজ ফর্মুলা হলো: বাউল গানের মধ্যে কোনো 'দেহ-মন-আত্মা' জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। এর বদলে শুধু প্রাকৃতিক উপাদান যেমন—নদী, বাতাস, গাছপালা, কিংবা ধরুন, সরকারি উন্নয়ন প্রকল্পের প্রশংসা থাকতে পারে। একটা উদাহরণ দিই: 'আমার পিরিতের নদীতে এখন চায়না গভর্নমেন্ট-ফান্ডেড ড্রোনশো' – এতে ফিলিংসও খুশি, সরকারও খুশি!

জেলখানায় বসে আবুল সরকারকে কাওয়ালি গান শিখে নেয়ার পরামর্শ দেন ফারুকী। তিনি বলেন, বাউল গান এখন 'হাই-রিস্ক' ব্যবসা হলেও দেশে বর্তমানে কাওয়ালির রমরমা ব্যবসা চলছে। যেখানে কাওয়ালির সুরে সুরে ধর্মীয় ভাবাবেগকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।

তিনি গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আবুল ভাই, জেলে এখন তো আপনার অনেক অলস সময়। এই সময়টা নষ্ট না করে আপনি বরং কাওয়ালি শিখে নিন। এতে আপনার গানের গলাও ঠিক থাকবে, আর জেল থেকে বাইরে আসার পর আপনার নতুন একটা 'ফিলিংস-সেফ' ক্যারিয়ার তৈরি হবে। কাওয়ালি শুনলে ধর্মপ্রাণ মানুষও খুশি হবে, আর আপনিও গান গাইতে পারবেন! আমার বিশ্বাস, আপনার 'একতারা'র বদলে 'হারমোনিয়াম' ধরলে আর কেউ আপনাকে কিছু বলবে না!

৪৯০ পঠিত ... ১৫:২৯, নভেম্বর ২৩, ২০২৫

Top