আপনি কি জানেন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন বিশিষ্ট মিলন ভাইয়ের পোস্টার হবেন? না জানলেও দোষ নেই। eআরকি আছে আপনাদের পাশে, এখনই জেনে যাবেন।
১#
আপনাকে মানুষ যেখানে সেখানে লাগিয়ে বেড়ায়।
২#
আপনি আসলে মানুষ না, আপনি টিকটিকি। কারণ, আপনি সবসময় দেয়ালে থাকেন।
৩#
দেয়াল আপনার প্রথম পছন্দ হলেও যেকোন ধরনের পিলার আপনার দ্বিতীয় পছন্দ। দেখলেই সেঁটে যেতে ইচ্ছে করে।
৪#
আপনাকে শহর ও শহরের বাইরে যেকোন স্থানে পাওয়া যায়।
৫#
আপনার সবসময়ই দেয়ালে পিঠ ঠেকে থাকে।
৬#
আপনি সবসময় হাসিমুখে থাকতে পছন্দ করেন।
৭#
আপনাকে মাঝেমধ্যেই মানুষজন চাঁদ, মঙ্গলগ্রহ এমন বিভিন্ন জায়গায় দেখতে চায়। কেননা পৃথিবী পুরাটাই তো আপনার!