মানুষ মাত্রই রহস্যময়। মেয়েরা হয়তো একটু বেশিই রহস্যময়। মেয়েদের রহস্যময়তা নিয়ে বিখ্যাত দার্শনিক মতি মিয়া বলে গেছেন, ‘মেয়েদের রহস্যের কোন তল নাই।‘ মেয়েদের মাঝে এমন কিছু আচরণ লক্ষ করা যায়, যেগুলোর পেছনের রহস্য স্বয়ং মেয়েরাও জানে না। রহস্যের সাগরে হাবুডুবু খেতে খেতে তেমনই ১০টি রহস্যময় আচরণ ভেবেছেন eআরকির রহস্যময় গবেষক জেবা তাহসিন।
১# হেয়ার স্ট্রেইটনারকে কাপড় আয়রন করার জিনিস হিসেবে ব্যবহার করা৷
২# পাঁচ মিনিটে রেডি হওয়ার ক্ষমতা থাকলেও ২ ঘণ্টা নিয়ে রেডি হওয়ার পরেও লুকের তেমন কোনো পরিবর্তন না এনেই বের হয়ে যাওয়া৷
৩# শত রকমের রকমারি পোশাক থাকা সত্ত্বেও বাইরে বের হওয়ার সময় কী পরে বের হব তা নিয়ে প্রতিবার দ্বিধায় ভুগতে থাকা৷
৪# ‘এই তুমি তো মোটা হয়ে যাচ্ছো!’ এই জাতীয় কথাবার্তা শোনামাত্র খাবারদাবার গ্রহণ বন্ধ করে দেওয়া৷
৫# ‘তুমি খুব সুন্দরী- এই জাতীয় কথাবার্তা শুনতে আমার ভালো লাগে না।’ এইটা বলার পরেও কেউ রূপের প্রশংসা করলে মনে মনে প্রচণ্ড খুশি হওয়া৷
৬# চুল কেটে এসে ‘আগের চুলই ভালো ছিলো’ বলে কেঁদে ফেলা।
৭# মন খারাপ হলে গাল ফুলিয়ে বসে থাকা ও আশা করা যে অপরপাশের মানুষ নিজ দায়িত্বে মনের খবর জেনে যাবে৷
৮# মাঝরাতে কোনো প্রয়োজন ছাড়াই জামা-কাপড়, জুতা কিংবা বিউটি প্রোডাক্টের পেইজগুলোতে ঘুরে বেড়ানো।
৯# টাকা না থাকলেও মন ভালো করার জন্য বিভিন্ন শপিংমলে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো।
১০# অত্যন্ত গোপন খবরগুলো গোপন রাখতে না পারা, কিছুক্ষণের মাঝেই সব বন্ধুদের সাথে শেয়ার করে হালকা হওয়া৷


