বাঙালীর কাছে লুঙ্গি অনেক আরামদায়ক পোশাক। এই লুঙ্গি নিয়ে অনেকের অনেক ধরনের মতামত থাকলেও লুঙ্গির মাহাত্ম্য কেবল যারা লুঙ্গি পরে তারাই জানে। লুঙ্গির এমনই ১টি ফ্যাক্ট ভেবে বের করছে eআরকির লুঙ্গিবাদী গবেষক দল।
১। লুঙ্গি যে সবসময় সবসময় পরনেই থাকবে এমন কোন কথা নেই, ভোরবেলায় কখনো কখনো লুঙ্গিকে গলার হার হিসেবেও পরেন অনেকে।
২। যারা লুঙ্গির গিট্টু দিতে পারদর্শী, তাদের সম্পর্ক অনেকদিন টেকে।
৩। লুঙ্গিকে মানব শরীরের ভেন্টিলেশন সিস্টেমও বলা হয়।
৪। লুঙ্গি চুলকানি সমস্যার বাহক হিসেবে কাজ করে।
৫। প্লাজো নামের পোশাকটি লুঙ্গিরই একটি ফিমেল ফিউশন।
৬। সুন্নতের খৎনার সময় ছেলেরা প্রথমবার লুঙ্গির মাহাত্ম্য বুঝতে পারে।
৭। লুজ মোশনের সময় লুঙ্গি পরা থাকলে ছেলেদের অনেক উপকার হয়।
৮। রাতের বেলায় কাঁথা না পেলে লুঙ্গিকে কাঁথা বানিয়ে পরা যায়।
৯। লুঙ্গি যেখানে সেখানে যখন তখন পরা যায়। ইজ্জত যাওয়ার ভয় থাকে না।
১০। সবাই কোনো না কোনো ভাবে লুঙ্গির গিঁট দিতে পারলেও লুঙ্গির নিচের অংশ সমান করে সবাই পরতে পারে না, এটি একটি আর্ট।