বিয়ের দাওয়াত না দিতে পারার জন্য আরও যেসব অজুহাত দিতে পারেন

১৯৪৮ পঠিত ... ১৫:২৭, ডিসেম্বর ১৫, ২০২১

Biyete-dawat-na-debar-Ojuhat

বিয়েতে দাওয়াত দেয়া নিয়ে একটি কমন সমস্যা হয়৷ যত জনকেই দাওয়ার দেন না কেন, জানা-অজানায় অনেক মানুষকেই দাওয়াত দেয়া ওঠে না৷ এই লোকগুলোর সাথে হুট করে কখনো দেখা হয়ে গেছে বিয়ের দাওয়াতের কথা উঠে আসেই৷ অনেকেই দাওয়াত না পেয়ে এক বুক কষ্ট নিয়ে কারণ জানতে চায়৷ কমন উত্তর মেলে- হুট করে বিয়ে করেছি, কাউকে জানাইনি! এই কমন উত্তরের বাইরে আরও কতভাবে দাওয়াত না দিতে পারার অজুহাত দেয়া যায়? এমন ৮ টি অজুহাত খুঁজে বের করেছে eআরকির আইডিয়াবাজরা।  

 

১# আরে আমার বিয়ে ব্যাটা আমিই জানতাম না৷  

 

২# আরে কইস না, রাতে ঘুমাইছি সকালে উইঠা দেখি আমি বিবাহিত!

 

৩# আরে আমি তো বিয়ে করবো না বললাম, সাথে সাথে আম্মার প্রেশার উঠে গেলো। আম্মাকে নিয়েই দৌড়াদৌড়ি, ফাঁকে দিয়ে বিয়েটা করে ফেলছি।

 

৪# শোন দোস্ত, বিয়ে করে অনেক লোক দাওয়াত করতে হবে, অনেক মানুষ খাওয়াইতো হবে, ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে হবে, আমি কনসেপ্ট এর বিরুদ্ধে। এই দেশ ক্ষুধায় জর্জরিত..মানুষের পেটে ভাত নাই (এইটুকু বলে কেঁদে ফেলবেন) 

 

৫# আমারে তুলে উঠায়ে নিয়ে জোর করে বিয়া করছে..

 

৬# মৃত মানুষকে কখনো দাওয়াত দিতে দেখেছিস? আমি বিয়ের আগেই মরে গেছি, বিয়ে করেছে আমার আত্মা। তুই এখন যার সাথে কথা বলছিস, ওইটা আমি না, আমার আত্মা।

 

৭# আমি তো ভাই খেজুর দিয়া বিয়ে করছি। ভাবলাম, খাওয়া দাওয়া নাই, হুদাই গিফট দিয়ে তোদের লস হইতো!

 

৮# হয়তো বিশ্বাস করবি না, বিয়ের একমাস আগে থেকে আমি কোমায় ছিলাম৷ আমাকে কোমায় রেখেই বিয়ে দেয়া হইছে। কবুল বলি নাই, আঙ্গুলের ছাপ দিয়া বিয়ে করছি।

 

১৯৪৮ পঠিত ... ১৫:২৭, ডিসেম্বর ১৫, ২০২১

Top