সরিষা ক্ষেতে ছবি তুলতে গেলে যে ১০টি প্রস্তুতি নিয়ে রাখবেন

২৫৮৫ পঠিত ... ১৭:৫০, জানুয়ারি ০৬, ২০২১

 

১# হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট সাথে নিয়ে যাবেন। তাহলে জমির মালিকরা দূর থেকে ঢিল ছুঁড়লেও প্যারা হবে না।

২# ছবি তুলতে যাওয়ার আগে ১ মাস যাবত প্রতিদিন ১ ঘন্টা দৌঁড় প্র‍্যাকটিস করবেন। মালিকরা দৌঁড়ানি দিতেই পারে। আর দৌড়ানোর ক্ষেত্রে কংক্রিটের রাস্তায় দৌঁড়ালে ভালো, কারণ জমিতে ইটা থাকে।

৩# ভালো ওঝা সাথে নিয়ে যাবেন। জানেন তো, সরিষার ক্ষেতে ভূত থাকতে পারে...

৪# অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে রাখবেন। তবে অ্যাম্বুলেন্স সাথে নিয়ে যাওয়াই ভালো। ক্ষেত বেশি মাড়ালে বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে।

৫# সরিষা ক্ষেত কেমন হয় তা ভালোভাবে জেনে নিবেন। কারণ, পৃথিবীতে শুধু সরিষা ক্ষেতই হলুদ না। আরো অনেক কিছুই হলুদ হয়। কোথা থেকে আবার কোথায় চলে যান...

৬# হাইহিল পরে যাবেন না। দৌঁড়াতে গেলে টাকনু ভেঙ্গে যাবে। রানিং ক্যাডস বা সেফটিবুট পরে গেলে একদম সেইফ। পোকামাকড় থেকে হাতকে বাঁচাতে সেফটি গ্লাভসও নিতে পারেন।

৭# হেডফোন নিয়া যাবেন। মালিক গালাগালি করলে যেন শুনতে না হয়। তবে ইদানিং মালিকরা মাইকে গালাগালি করছে বলে খবর পাওয়া গেছে। সেক্ষেত্রে কী নিবেন তা আমরা বলতে পারছি না।

৮# চুল কেটে ছোট করে ফেলুন। চুল লম্বা থাকলে দৌঁড়ানোর সময় চুল ধরে ফেলতে পারে।

৯# যথেষ্ট পানি সাথে নেবেন। কারণ কিছুক্ষণ পরপরই খেয়াল করবেন যে আপনি চোখে সরিষার ফুল দেখছেন... তখন চোখেমুখে পানির ঝাপটা দেবেন!

১০# এত প্রস্তুতি নিতে যদি ঝামেলা মনে হয় তাহলে সাথে করে একটু কমনসেন্স নিয়ে যাবেন। এবং তা ব্যবহারও করবেন, যাতে ছবি তোলার কাজ ঠিকঠাক হলেও ফসলের একটুও ক্ষতি না হয়।

২৫৮৫ পঠিত ... ১৭:৫০, জানুয়ারি ০৬, ২০২১

Top