I am good in bed বলতে কী বোঝায়? জেনে নিন ১০টি ভুল উত্তর

৩৯৭৩ পঠিত ... ১৩:১৬, ডিসেম্বর ২৮, ২০২০

 

১# আমি সারাদিন বিছানায় মটকা মেরে পড়ে থেকে মোষের মত ঘুমাতে পারি। (পলাশ ইসলাম)

২# রাতে বিভৎস সব স্বপ্ন দেখলেও আমি বিছানায় হিসু করি না। (শাশ্বতি দত্ত)

৩# আমার মন বসে না পড়ার টেবিলে, তবে খাটে বসে ভালোভাবে পড়তে পারি। (তৌসিফুল ইসলাম)

৪# Let's hangout somewhere. (চলো কোথাও ঘুইরা আসি। ভাল লাগবো)- এই ধরণের প্রশ্নের উত্তরে বলতে হয়, I am good in bed (আমি খ্যাতার তলেই ভাল আছি)। (সিফাত আহমেদ)

৫# I am good in B Ed. মানে আমি ব্যাচেলর অফ এডুকেশন কোর্সটাতে ভালো। (খান দিনার)

৬# আমি ভালো বিছানা গোছাতে পারি, মশারি টানানো ও গোজাতেও সমানতালে ভালো।

৭# আমি বিছানায় একদম নড়াচড়া করি না। এক ঘুমে সকাল। বিছানা চাদর একটুও এলোমেলো হয় না।

৮# বিছানা ছাড়া বাকি সবকিছুতে আমি খারাপ।

৯# বিছানা হিসেবে আমি ভালো।

১০# আমি ঘুমাইলে ভালো থাকি। (জান্নাতুল নাঈম শোভা)

৩৯৭৩ পঠিত ... ১৩:১৬, ডিসেম্বর ২৮, ২০২০

Top