বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় লেখা ১৩টি চিঠির যদি উত্তর আসতো

৫৯৫৪ পঠিত ... ২২:১৫, অক্টোবর ১০, ২০২০

অনেকেই বলবে, এখন আর কেউ চিঠি লেখে না। এটা একেবারেই ভুল। এখনও যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়, তারা অবশ্যই চিঠি লেখে। বাংলা ব্যকরণ পরীক্ষায় না জানি কত চিঠি আমরা লিখেছি। কিন্তু কখনও কি কোনো চিঠির উত্তর এসেছে? কেমন হতো যদি সেসব চিঠির উত্তর আসতো?

কবি বলেছেন, যে চিঠি আসার কথা সেটাই আসে না। তাইলে তার উত্তর আবার কেমনে আসবে! অগত্যা আমরাই ভেবে বের করেছি চিঠির উত্তর। চিঠি লেখা অভ্যাস না থাকায় সবগুলোই দুয়েক লাইনের উত্তর...



১# টাকা চেয়ে পিতার নিকট লেখা পত্র 

উত্তর: গত সেমিস্টারের রেজাল্টের সত্যায়িত ফটোকপি পাঠাও। ফেসবুকে আমাকে আনব্লক কর। এরপর ভেবে দেখবো।

 

২# নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে মায়ের নিকট পত্র

উত্তর: সারাদিন আরও মোবাইল টিপ।       

 

৩# বিষয়: সদ্য সমাপ্ত একটি উপন্যাস পড়ার অনুভূতি জানিয়ে বন্ধুর নিকট পত্র 

উত্তর: এইসব ফালতু আউট বই পড়িস কেন! বিসিএসের বই কিইনা পড়া শুরু কর।     

 

৪# এলাকার রাস্তা সংস্কার/পানীয় জলের ভয়াবহ সংকটের কথা জানিয়ে পত্র 

উত্তর: অফিসে আসেন। টেবিলের নিচ দিয়ে কিছু ছাড়েন। কাজ হয়ে যাবে। 

 

৫# জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট ই-মেইল

উত্তর: এইটা তো মেসেঞ্জারেই বলা যায়, তুই আবার মেইল করসোস ক্যান? জানোস না মেইল চেক করি না... 

 

৬# বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবার কাছে ই-মেইল

উত্তর: আগামী মাসে নেটের বিলের জন্য টাকা পাঠাবো না। পরীক্ষার মধ্যে ইন্টারনেটের লাইন বন্ধ থাক।

 

৭# ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ছোট ভাইকে ই-মেইল 

উত্তর: এইগুলা আমারে বলতে আইসো না। তোমার ব্রাউজার হিস্ট্রি দেইখা দেইখাই এইসব শিখসি।  

 

৮# শিক্ষাসফরের অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র

উত্তর: কোনো কাপল যেতে পারবা না। রাজি আছো? 

 

৯# বিষয়: বন্ধুর বাসায় আতিথেয়তায় খুশি হয়েছ এই মর্মে বন্ধুকে চিঠি 

উত্তর: তুই থাইকা যাওয়ার পরের দিনই বাসায় বন্ধুবান্ধব আনতে মানা কইরা দিছে। বুঝোস কত বড় কুফা তুই? এতই যদি কৃতজ্ঞ থাকোস তাইলে একদিন বাসা খালি কর… ডেট করা দরকার...

 

১০# পরীক্ষার পর অবসর সময় সম্পর্কে বন্ধুর নিকট পত্র

উত্তর: তোর অবসর হইতে পারে। আমার তো অবসর না। আমার গতবারের রিটেক পরীক্ষা এখনও বাকি, তোর মতো চিঠি লেখার ত্যাল নাই...

 

১১# ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র

উত্তর: তা কয়টা চিপসের প্যাকেট আর পানির বোতল ফেলে আসলা? 

 

১২# বিদ্যুৎবিভ্রাট নিয়ে পত্র

উত্তর: চিঠিটা দেখলেই বোঝা যায় লেখার সময় কারেন্ট ছিল না। এমন হাতের লেখা, একটা শব্দও বুঝি নাই...

 

১৩# পরীক্ষায় অসুদপায় অবলম্বন না করার পরামর্শ দিয়ে ছোট বোনকে চিঠি 

উত্তর: তোমার বন্ধু সজীব ভাইয়ের কাছে একটা ঘটনা শুনলাম, তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষার সময়ের। ঘটনা কি সত্যি?

৫৯৫৪ পঠিত ... ২২:১৫, অক্টোবর ১০, ২০২০

Top